ETV Bharat / state

"সুরিন্দর সিং আলুওয়ালিয়া তুমি বিশ্বাসঘাতক", পোস্টকার্ড যাচ্ছে সাংসদের ঠিকানায়

author img

By

Published : Jul 9, 2019, 4:50 PM IST

Updated : Jul 9, 2019, 5:00 PM IST

দুর্গাপুরের ASP কারখানার বিলগ্নিকরণের প্রতিবাদে সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে পোস্টকার্ড পাঠাচ্ছে CPI(M) । পোস্টকার্ডে লেখা "সুরিন্দর সিং আলুওয়ালিয়া তুমি বিশ্বাসঘাতক ।"

পোস্টকার্ড যাচ্ছে সাংসদের ঠিকানায়

দুর্গাপুর, 9 জুলাই : পোস্টকার্ডে লেখা "সুরিন্দর সিং আলুওয়ালিয়া তুমি বিশ্বাসঘাতক ।" ঠিকানা, প্রকাশ নিবাস, বি সি রোড(পশ্চিম), পটনা । বর্ধমান-দুর্গাপুরের সাংসদের ঠিকানায় 25 হাজার পোস্টকার্ড পাঠাচ্ছে CPI(M) ।

লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুরের ASP(অ্যালয় স্টিল প্ল্যান্ট) কারখানার বিলগ্নিকরণ রুখে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া । কিন্তু, কেন্দ্রে দ্বিতীয় NDA সরকার ক্ষমতায় আসার পরই ASP কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয় । বিলগ্নিকরণের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 অগাস্ট । কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছে CPI(M) ।

পঙ্কজ রায় সরকারের বক্তব্য

CPI(M)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, "আজ সকাল থেকেই দুর্গাপুর পোস্টঅফিস থেকে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ঠিকানায় পোস্টকার্ড পাঠান শুরু হয়ে গেছে । 2 অগাস্ট দরপত্র দাখিলের শেষদিন । তাই ওই দিন আমরা 25 হাজার পোস্টকার্ড পাঠাব ।"

এই সংক্রান্ত খবর : জয় শ্রীরাম লেখা 10 লাখ পোস্টকার্ড যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায়

তবে পোস্টকার্ড পাঠিয়ে প্রতিবাদের সংস্কৃতি এই প্রথম নয় । লোকসভা নির্বাচনের আগে জয়শ্রীরাম ইশুতে তোলপাড় হয়েছিল, রাজ্য রাজনীতি । সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঠিকানায় জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠিয়েছিল BJP যুব মোর্চা । এখানেই শেষ নয়, তৃণমূলের তরফেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় "বন্দেমাতরম, জয় বাংলা" লেখা পোস্টকার্ডও পাঠান হয় ।

এই সংক্রান্ত খবর : মমতাকে "জয়শ্রীরাম" লেখা চিঠি পাঠাচ্ছে BJP যুব মোর্চা

Intro:""সুরিন্দর সিং আলুওয়ালিয়া তুমি বিশ্বাসঘাতক"- এমন কথা লিখেই দুর্গাপুরে সিপিআই(এম) পক্ষ থেকে 25 হাজার পোস্ট কার্ড এই বিজেপি সাংসদ এর কাছে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হল মঙ্গলবার থেকে। গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ব এএসপি কারখানার বিলগ্নীকরন রুখে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু কেন্দ্রে মোদি সরকারের দ্বিতীয় ইনিংসে ফের একবার এএসপি কারখানার বিলগ্নীকরণ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ রা আগস্ট এই বিলগ্নীকরণ এর জন্য দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলেও ইতিমধ্যেই প্রচার করা হয়েছে কেন্দ্রীয় সংস্থা সেইল এর পক্ষ থেকে। এবার তার বিরুদ্ধে এক অন্যরকম আন্দোলনে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখা। আজ সকাল থেকেই দুর্গাপুর এর প্রধান পোস্ট অফিস থেকে সারাদিনে মোট একহাজার পোষ্ট কার্ড পাঠানো হবে বলে জানান সিপিআই(এম) এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার।তিনি আরো বলেন আগামী ২ রা আগষ্ট এ এএসপি কারখানার বিলগ্নীকরন এর জন্য দরপত্র দাখিল করার শেষদিন।তাই ওইদিন পর্যন্ত আমরা মোট ২৫ হাজার পোষ্টকার্ড সাংসদকে পাঠাব।এ এস পি কারখানার বিলগ্নীকরন নিয়ে এখন তোলপাড় শিল্পশহর।Body:দConclusion:এ
Last Updated : Jul 9, 2019, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.