ETV Bharat / sports

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, জানুয়ারিতে ইডেনে কুড়ি-বিশের লড়াইয়ে নামবে ভারত-ইংল্যান্ড - India to play at Eden Gardens

Eden Gardens to host India: বিশ্বকাপের পর ফের ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক ম্যাচ ৷ 25 জানুয়ারি, কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 ম্যাচ খেলতে নামবে ভারত ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 10:48 PM IST

Etv Bharat
ইডেনে নামবে ভারত (ইটিভি ভারত)

কলকাতা, 20 জুন: চলতি টি-20 বিশ্বকাপের মাঝেই কলকাতার ক্রিকেট ভক্তদের জন্য সুখবর । কলকাতায় নতুন বছরের প্রথম মাসে হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের টি-20 ম্যাচ । পাঁচটি টি-20 এবং তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল । জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসছে 'থ্রি লায়ন্স' ।

ভারতীয় ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার বিকেলে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করেছে । তাতে 22 জানুয়ারি চেন্নাইতে প্রথম টি-20 ম্যাচটি হবে । দ্বিতীয় ম্যাচ 25 জানুয়ারি, কলকাতায়। রাজকোটে 28 জানুয়ারি তৃতীয় টি-20 ম্যাচ । চতুর্থ ম্যাচ 31 জানুয়ারি হবে পুণেতে ও পঞ্চম ম্যাচ 2 ফেব্রুয়ারি হবে মুম্বইতে ।

তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে 6 ফেব্রুয়ারি থেকে । প্রথম ম্যাচ নাগপুরে । দ্বিতীয় ম্যাচ 9 ফেব্রুয়ারি কটকে । তৃতীয় ম্যাচ আমেদাবাদে 12 ফেব্রুয়ারি হবে ।

ইডেনে আর্ন্তজাতিক ম্যাচ । স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সিএবিতে । ওডিআই বিশ্বকাপে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল ইডেন । তারপর আবার জাতীয় দলের খেলা । এখনও পর্যন্ত 12টি আন্তর্জাতিক টি-20 ম্যাচের আয়োজন করেছে ইডেন গার্ডেন্স ৷ ফলে 13তম কুড়ি-বিশের ম্যাচের দায়িত্ব সামলাতে উৎসুক 'ক্রিকেটের নন্দনকানন' ৷ তবে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস । তার আগের দিন ম্যাচের আয়োজনে কোনও বাধা পড়ছে কr না তা খতিয়ে দেখতে চাইছে সিএবি । প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "আর্ন্তজাতিক ম্যাচের আয়োজনের দায়িত্ব সবসময় খুশির । বিশ্বকাপের পরে ফের ম্যাচ আমরা আয়োজনের জন্য তৈরি রয়েছি ।"

কলকাতা, 20 জুন: চলতি টি-20 বিশ্বকাপের মাঝেই কলকাতার ক্রিকেট ভক্তদের জন্য সুখবর । কলকাতায় নতুন বছরের প্রথম মাসে হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের টি-20 ম্যাচ । পাঁচটি টি-20 এবং তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল । জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসছে 'থ্রি লায়ন্স' ।

ভারতীয় ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার বিকেলে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করেছে । তাতে 22 জানুয়ারি চেন্নাইতে প্রথম টি-20 ম্যাচটি হবে । দ্বিতীয় ম্যাচ 25 জানুয়ারি, কলকাতায়। রাজকোটে 28 জানুয়ারি তৃতীয় টি-20 ম্যাচ । চতুর্থ ম্যাচ 31 জানুয়ারি হবে পুণেতে ও পঞ্চম ম্যাচ 2 ফেব্রুয়ারি হবে মুম্বইতে ।

তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে 6 ফেব্রুয়ারি থেকে । প্রথম ম্যাচ নাগপুরে । দ্বিতীয় ম্যাচ 9 ফেব্রুয়ারি কটকে । তৃতীয় ম্যাচ আমেদাবাদে 12 ফেব্রুয়ারি হবে ।

ইডেনে আর্ন্তজাতিক ম্যাচ । স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সিএবিতে । ওডিআই বিশ্বকাপে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল ইডেন । তারপর আবার জাতীয় দলের খেলা । এখনও পর্যন্ত 12টি আন্তর্জাতিক টি-20 ম্যাচের আয়োজন করেছে ইডেন গার্ডেন্স ৷ ফলে 13তম কুড়ি-বিশের ম্যাচের দায়িত্ব সামলাতে উৎসুক 'ক্রিকেটের নন্দনকানন' ৷ তবে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস । তার আগের দিন ম্যাচের আয়োজনে কোনও বাধা পড়ছে কr না তা খতিয়ে দেখতে চাইছে সিএবি । প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "আর্ন্তজাতিক ম্যাচের আয়োজনের দায়িত্ব সবসময় খুশির । বিশ্বকাপের পরে ফের ম্যাচ আমরা আয়োজনের জন্য তৈরি রয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.