ETV Bharat / state

Road Blockade Incident Row: বাউড়ি সমাজের নেতা-সহ 18 জনের জেল হেফাজত

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:42 PM IST

Road Blockade Incident
দুর্গাপুর মহকুমা আদালত

Durgapur Sub-Divisional Court: বাউড়ি সমাজের পথ অবরোধের ঘটনায় ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ পাঁচদিনের জেল হেফাজত হয়েছে তাঁদের ৷

বাউড়ি সমাজের নেতা-সহ 18 জনের জেল হেফাজত

দুর্গাপুর, 6 নভেম্বর: দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণকাণ্ডের জেরে পথ অবরোধ ৷ সেই পথ অবরোধের ঘটনায় রবিবার গ্রেফতার হন বাউড়ি সমাজের নেতা বিশ্বজিৎ-সহ 18 জন ৷ সোমবার ধৃতদের তোলা হল দুর্গাপুর মহকুমা আদালতে । তাঁদের পাঁচদিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক ৷

প্রসঙ্গত, অক্টোবর মাসের 20 তারিখে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় গ্রেফতার হন বাউড়ি সমাজের এক যুবক । নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ, তারপরেই বাউড়ি সমাজের নেতা বিশ্বজিতের নেতৃত্বে আরও দু-তিনজন তাঁকে বাড়িতে এসে হুমকি দেয় ৷ অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় । নির্যাতিতার মা জানান, তিনি সেই সময় বাড়িতে একাই ছিলেন ।

এই ঘটনায় বিশ্বজিৎ-সহ সুজিত ও সুকুমার বাউড়ির নামে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । নাবালিকার মা লিখিতভাবে জানান, তাঁর স্বামী যেহেতু বাইরে থাকেন তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন । বাউড়ি সমাজের পক্ষ থেকে এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করা হয় ৷ তারা পালটা দুর্গাপুর থানা এলাকার ভগৎ সিং মোড়ে পথ অবরোধ করে রবিবার অর্থাৎ 5 নভেম্বর । দুর্গাপুর থানার পুলিশ তাদের থানা এলাকার ঘটনা নয় বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় । এরপরেই বাউড়ি সমাজের প্রতিনিধিরা মিছিল করে আসে নিউ টাউনশিপ থানা এলাকায় ৷ দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে তারা ৷ তারপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বাউড়ি সমাজের নেতা কর্মীরা ।

পুলিশ এবং কমব্যাট ফোর্স এরপরেই বেপরোয়া লাঠিচার্জ শুরু করে । ছত্রভঙ্গ করে দেয় রাস্তা অবরোধকারীদের । পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাউড়ি সমাজের দু-একজন নেতা এই ঘটনাকে কেন্দ্র করে 'গুন্ডাদের' মতো আচরণ করতে শুরু করেছেন । তাঁরা পুলিশকে কিছু না জানিয়ে নির্যাতিতার মাকে হুমকি দিতে যায় । যদিও বাউড়ি সমাজের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়, নির্যাতিতার মায়ের ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । বাউড়ি সমাজের এই মিছিলে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শিল্প শহর । নিউ টাউনশিপ থানার পুলিশ এই ঘটনায় 18 জনকে গ্রেফতার করে । আজ তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ।

আরও পড়ুন: ধর্ষণের বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য হুমকি বাউরি নেতার, বাউরি সমাজের পথ অবরোধে লাঠিচার্জ পুলিশের

এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে বলেন, "নির্যাতিতার মায়ের অভিযোগ যে এই মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে । গতকাল যেভাবে শহরে গুন্ডামি চালানো হয়েছে তার পরিপ্রেক্ষিতেই 18 জনকে গ্রেফতার করা হয়েছে । আজ তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.