ETV Bharat / state

চাপড়ায় পুলিশকর্মীকে গুলি

author img

By

Published : Jun 10, 2021, 2:33 PM IST

নদিয়ার চাপড়ায় পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শক্তিগড় জেলা হাসপাতালে নীলয় বিশ্বাস নামে ওই পুলিশকর্মীকে ভর্তি করানো হয়েছে ৷ হামলা করার কারণ এখনও জানা যায়নি ৷

The unidentified miscreants shot a policeman in Chapra nadia
চাপড়ায় পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের

চাপড়া (নদিয়া), 10 জুন : এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি ৷ তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ একদল দুষ্কৃতীদের উপর ৷ তবে, স্থানীয় পেট্রল পাম্পের কর্মীরা চলে আসায় সেখান থেকে পালিয়ে যায় তারা ৷ নদিয়ার চাপড়ার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে বড় আন্দুলিয়া পেট্রল পাম্পের কাছে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশকর্মী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

নীলয় বিশ্বাস নামে ওই পুলিশকর্মীর বাড়ি পলাশিপাড়ার রাধানগরে ৷ তিনি বড় আন্দুলিয়ায় শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ রাতে স্ত্রীকে নিয়ে বাইকে করে ফেরার সময় নীলয় বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ তাঁর মাথায় গুলি লেগেছে ৷ গুলি চলার শব্দ শুনে পাশের পেট্রল পাম্প থেকে লোকজন ছুটে আসায় দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয় ৷ গুরুতর আহত অবস্থায় নীলয় বিশ্বাসকে প্রথমে চাপড়া হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ৷

চাপড়ায় পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের

আরও পড়ুন : অপহৃতাকে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধারে চলল গুলি, জখম তিন পুলিশকর্মী

তবে, কী কারণে ওই পুলিশকর্মীর উপর হামলা চালানো হয়েছে ? তা এখনও স্পষ্ট নয় ৷ পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ সেই সময়ে সেখানে উপস্থিত পেট্রোল পাম্পের কর্মীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ সেই সঙ্গে আহত পুলিশকর্মীর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ পেট্রল পাম্পে থাকা সিসিটিভি’র ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.