ETV Bharat / state

গুজরাতে নিজের সার্ভিস রিভালবারের গুলিতে আত্মঘাতী নদিয়ার জওয়ান

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 5:55 PM IST

Nadia BSF Jawan Died by Suicide: গুজরাতে নিজের সার্ভিস রিভালবার থেকে গুলিতে আত্মঘাতী হলেন নদিয়ার জওয়ান ৷ শান্তিপুরে এনে গান স্যালুটের পর দেহ সৎকার হল তাঁর ৷ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ৷

Nadia BSF Jawan Died by Suicide
আত্মঘাতী নদিয়ার জওয়ান

গুজরাতে নিজের সার্ভিস রিভালবারের গুলিতে আত্মঘাতী নদিয়ার জওয়ান

শান্তিপুর, 21 নভেম্বর: নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন নদিয়ার এক বিএসএফ জওয়ান ৷ সোমবার রাতে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হল তাঁকে ৷ মৃত্যুর ঘটনাটি ঘটেছে গুজরাতে । জওয়ানের নাম অজয় বিশ্বাস (26) ৷ তিনি নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকার বাসিন্দা ৷ তবে গুজরাতের বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন অজয় । সেখানেই তিনি আত্মহত্যা করেন বলে খবর পান বাড়ির লোকজন । গুজরাত থেকে সোমবার রাতে অজয়ের দেহ পৌঁছয় তাঁর শান্তিপুরের বাড়িতে । এরপর শান্তিপুর মহাশ্মশানে বিএসএফ জওয়ানরা গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর সত্‍কার হয় তাঁর দেহ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে নটা নাগাদ গুজরাত থেকে জওয়ানের বাড়িতে খবর আসে ৷ তাতে বলা হয়, অজয় নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন । তবে কী কারণে আচমকা এই ঘটনা ঘটালেন তিনি ৷ তা বুঝে উঠতে পারছেন না এই বিএসএফ জওয়ানের পরিবারের সদস্যরাও । অজয়ের মামা বিজয় সরকার বলেন, "সাড়ে তিন বছর সে চাকরি করছিল ৷ তবে হঠাই কেনও এই ঘটনা ঘটাল আমরা জানি না ৷ এই খবরে আমরা বিপর্যস্ত ৷ বিএসএফের তরফে হয়তো ঘটনার তদন্ত করা হচ্ছে ৷"

রবিবার ওই ঘটনার পর সোমবার গভীর রাতে বিএসএফের সহযোগিতায় গুজরাত থেকে বিমানে করে অজয়ের দেহ নিয়ে আসা হয় শান্তিপুরে । রাতেই ওই যুবককে বিএসএফের পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় । এরপর শান্তিপুর মহাশ্মশানে অজয় বিশ্বাসের সত্‍কার করা হয় । তবে এই ঘটনায় পরিবার-সহ বাগআঁচড়া এলাকা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে । যদিও মঙ্গলবার সকালেও শোকে থমথমে গোটা গ্রাম । তবে 26 বছর বয়সি বিএ এফ জওয়ান অজয় বিশ্বাসের এইভাবে চলে যাওয়ায় কিছুতেই মেনে নিতে পাচ্ছেন না পরিবার ।

আরও পড়ুন:

  1. রাঁচি সেনাক্যাম্পে গুলিবিদ্ধ জওয়ান, অবস্থা আশংকাজনক
  2. বাগদায় আত্মঘাতী বিএসএফ জওয়ান
  3. ছুটিতে থাকা সেনা জওয়ান নিখোঁজ কাশ্মীরে, শুরু তদন্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.