ETV Bharat / state

BSF Jawan Death : বাগদায় আত্মঘাতী বিএসএফ জওয়ান

author img

By

Published : May 13, 2022, 11:20 AM IST

বাগদা থানার মাগুরকোনা এলাকায় আত্মঘাতী হন এক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান(BSF Died By Suicide) । নাম এম.হরিচন্দ্রন ।

BSF Died By Suicide
বাগদায় আত্মঘাতী বিএসএফ জওয়ান

বাগদা, 13 মে : কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান (BSF Died By Suicide)। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে বাগদা থানার মাগুরকোনা এলাকায় । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ জানা গিয়েছে , ওই জওয়ানের নাম এম.হরিচন্দ্রন । বয়স 42 বছর ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ওই জওয়ানের বাড়ি ওড়িশার পুরী জেলায় । তিনি বাগদার চুয়াটিয়া বর্ডার আউট পোষ্টে কনেস্টবল পদে কর্মরত ছিলেন । অন্যান্য দিনের মতো এদিনও হরিচন্দ্রন সাইকেল চালিয়ে মাগুরকোনা এলাকায় ডিউটিতে যান । সূত্রের খবর, এদিন আনুমানিক তিনটে নাগাদ নিজের সার্ভিস রাইফেল থেকে হঠাৎই নিজের মাথা গুলি চালান । খবর পেয়ে তাঁর সহকর্মীরা তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানকে মারধর করে রাইফেল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা

পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে হরিচন্দ্রন । তবে কী কারণে এই আত্মহত্যা, তা অবশ্য এখনও পরিষ্কার নয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.