ETV Bharat / state

Local Club Demand 4 lacs : চিকিৎসকের কাছে 4 লাখ টাকা দাবি স্থানীয় ক্লাবের ! তদন্তে পুলিশ

author img

By

Published : Feb 20, 2022, 5:07 PM IST

Updated : Feb 20, 2022, 6:59 PM IST

Local Club Demand 4 lacs
চিকিৎসকের কাছ থেকে 4 লক্ষ টাকা "দাবি"ক্লাবের

এলাকায় বাড়ি তৈরি করতে হলে দিতে হবে 4 লাখ টাকার বড় অর্থ ৷ নদিয়ার শান্তিপুরের এক স্থানীয় ক্লাবের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন এক চিকিৎসক ৷ অভিযোগ, টাকা না পেয়ে চিকিৎসকের জমি ঘেরা পাঁচিল ভেঙে দেওয়া হয় (Doctor Filed A Complain) ৷

শান্তিপুর, 20 ফেব্রুয়ারি : বসত বাড়ি তৈরি করতে শান্তিপুরের শ্যামবাজারে জমি কিনেছিলেন চিকিৎসক সুজন দাস । জমি পাঁচিল দিয়ে ঘিরে বাড়ি বানানোর তোড়জোড় শুরু করেছিলেন ৷ সমস্যার শুরু এখান থেকেই ৷ অভিযোগ, স্থানীয় ক্লাব থেকে বড় অঙ্কের টাকা দাবি করা হয় তাঁর কাছে ৷ হুমকি দেওয়া হয়, বাড়ি বানিয়ে এলাকায় থাকতে হলে 4 লাখ টাকা দিতে হবে ৷ তবে টাকা দিতে অস্বীকার করায় ভেঙে দেওয়া হয় চিকিৎসকের জমির বাউন্ডারির পাঁচিল, পানীয় জলের কল । সমস্ত ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক (Local Club Demand Money)।

জানা গিয়েছে, শান্তিপুর ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুজন দাস । কয়েকমাস আগে তিনি শান্তিপুর শ্যামবাজার এলাকায় দেড় কাঠা জমি কিনেছিলেন । সেই জমি পাঁচিল দিয়ে ঘিরে রেখে ছিলেন । অভিযোগ, গত 17 তারিখ স্থানীয় ক্লাবের পক্ষ থেকে প্রায় 4 লক্ষ চাকা দাবি করা হয় । ওই চিকিৎসক সেই টাকা দিতে অস্বীকার করলে ক্লাবের সদস্যরা পাঁচিলের লোহার গেট এবং পানীয় জলের টিউবওয়েলটিও ভেঙে দেয় । সমস্ত ঘটনার বিবরণ দিয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক । যিদিও স্থানীয় ক্লাবের পক্ষ থেকে সমস্ত ঘটনার অস্বীকার করা হয়েছে । ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সাধারণ সম্পাদক বিধান দত্ত চিকিৎসক সুজন দাসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন । ক্লাবের সম্পাদকের কথায় ওই চিকিৎসক শনিবার ক্লাবে ঢুকে ভাঙচুর করেন । দু'পক্ষের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ (local club allegedly demand 4 lakh rs from doctor in shantipur ) ।

আরও পড়ুন: Jodhpur Park Cafe : উৎসবের নামে ক্যাফেতে 'তোলাবাজি', পুলিশের জালে পাঁচ অভিযুক্ত

প্রসঙ্গত, কয়েকদিন আগেই খাস কলকাতার যোধপুর পার্কে এক ক্যাফের মহিলা কর্ণধারের কাছ থেকে উৎসবের নামে 'তোলাবাজির' অভিযোগে উঠেছিল । এমনকী থানায় অভিযোগ দায়ের করার কারণে ওই ক্যাফের কর্ত্রীকে বাইক বাহিনী হেনস্থা করে বলেও অভিযোগ করেছিলেন ওই ক্যফের কর্ণধার । যদিও পুলিশের সহায়তায় নিরাপদে তিনি বাড়ি ফিরতে পেরেছিলেন । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শান্তিপুরে চিকিৎসকের কাছ থেকে 'তোলাবাজির' অভিযোগ ।

Last Updated :Feb 20, 2022, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.