ETV Bharat / state

Jodhpur Park Cafe : উৎসবের নামে ক্যাফেতে 'তোলাবাজি', পুলিশের জালে পাঁচ অভিযুক্ত

author img

By

Published : Feb 17, 2022, 10:41 PM IST

তোলাবাজির অভিযোগ যোধপুর পার্কের একটি ক্যাফেতে (Jodhpur Park Cafe )। অভিযোগ যোধপুর পার্কে উৎসবে টাকা দিতে হবে ওই ক্যাফে কর্ত্রীকে । গোটা উৎসবের বিজ্ঞাপনের রেট চার্ট হাতে ধরিয়ে চেকের মাধ্যমে পেমেন্ট করতে বলা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ( 5 arrested for allegation of extort money from a cafe owner) ।

Jodhpur Park
Jodhpur Park

কলকাতা, 17 ফেব্রুয়ারি : খাস কলকাতার যোধপুর পার্ক এলাকায় তোলাবাজির অভিযোগ (Jodhpur Park Extortion ) । যোধপুর পার্ক উৎসবের নাম করে টাকা চাওয়া হয় এলাকার এক ক্যাফের কর্ত্রীর কাছ থেকে । এমনকী উৎসবের বিজ্ঞাপনের রেট চার্ট হাতে ধরিয়ে দিয়ে পুরো টাকা চেকের মাধ্যমে পেমেন্ট করতে বলা হয় সংশ্লিষ্ট ক্যাফের কর্তৃপক্ষকে । টাকা না দিলে ক্যাফে ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয় ৷ অবশেষে বৃহস্পতিবার লালবাজারে গোয়েন্দা প্রধানের দ্বারস্থ ক্যাফের ওই মহিলা কর্ণধার । এরপরই পুলিশের জালে ধরা পড়েছে পাঁচ অভিযুক্ত ৷

আরও পড়ুন: High court Order on Abortion : 34 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

জানা গিয়েছে, যোধপুর পার্কে একটি উৎসব হবে এই বলে বেশ কিছুদিন আগে এক ক্যাফের কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে । পরবর্তীকালে বেশ কয়েকজন যুবক ওই টাকা নিতে ক্যাফের কর্ণধার এর কাছে আসেন । বলা হয় যোধপুর পার্কে যে উৎসব হবে তার রেট চার্ট দিয়ে যাচ্ছেন তারা । সেই অনুযায়ী টাকা দিতে হবে তাদের (Café Owner Filed A Complaint)। ক্যাফের কর্তৃপক্ষ সেই টাকা দিতে অস্বীকার করায় বুধবার রাতে বেশ কিছু যুবক ওই ক্যাফের বাইরে জমায়েত করেন । তাদের মধ্যে তিনজন যুবক ক্যাফের মধ্যে ঢুকে ক্যাফের মহিলা কর্ণধারকে হুমকি দিতে থাকে (Jodhpur Park Cafe ) । চেকের মাধ্যমে টাকা দিতে চাপ দেয় । ঘটনার ভিডিও তুলতে গেলে ওই মহিলা কর্ণধারকে বাধা দেয় ওই যুবকরা । সমস্ত ঘটনার বিবরণ দিয়ে ক্যাফের কর্ণধার রাজ্যে মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগ করেন । মহিলা কমিশনের পরামর্শে স্থানীয় লেক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ক্য়াফের কর্ণধার । থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময় ওই যুবকরা তাকে ধাওয়া করে গাড়ি আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওই ক্যাফে কর্ণধারের । পুলিশি নিরাপত্তায় তিনি তাঁর যোধপুর পার্কের বাড়িতে ফিরে আসেন ।

উৎসবের নামে ক্যাফেতে 'তোলাবাজি', পুলিশের জালে পাঁচ অভিযুক্ত

আরও পড়ুন: TMC Poster Controversy : মমতা ‘দুর্গা’, মোদি ‘অসুর’; ফ্লেক্স দিয়ে মেদিনীপুরে বিতর্কে তৃণমূল

মহিলার অভিযোগের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে লেক থানার পুলিশ ৷ মূল অভিযুক্ত বিজয় দত্ত-সহ গ্রেফতার করা হয় পাঁচজনকে ৷ অভিযুক্তরা সকলেই রবীন্দ্র সরোবর এলাকার বাসিন্দা ৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ আগামিকাল তাদের আলিপুর আদালতে পেশ করা হবে ।

লেক থানা সূত্রে খবর, গোটা ঘটনায় তাঁরা যোধপুর পার্ক উৎসব কমিটির সঙ্গে কথা বলেছে ৷ উৎসব কমিটির সদস্যরা পুলিশকে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও সদস্যই যুক্ত নয় । এই ঘটনার সঙ্গে যোধপুর পার্ক উৎসব কমিটির জড়িত থাকার কথা অস্বীকার করেছে তাঁরা । তদন্তের স্বার্থে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.