ETV Bharat / state

শান্তিপুরে আর্থিক অনটনে আত্মঘাতী তাঁত শিল্পী

author img

By

Published : Jun 2, 2021, 8:54 PM IST

কার্যত লকডাউনে বন্ধ তাঁত ৷ আর সেই থেকেই মানসিক অবসাদে ভুগে এক তাঁতি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ ৷ নদিয়ার শান্তিপুরের সুত্রাগড় দক্ষিণপাড়ায় ঘটনাটি ঘটেছে ৷

a-person-committed-suicide-in-shantipur-due-to-financial-crisis-and-mental-depression-in-nadia
শান্তিপুরে আর্থিক অনটন ও মানসিক অবসাদের জেরে আত্মঘাতী 1 তাঁত শিল্পী

শান্তিপুর, 2 জুন : তাঁত ঘরের ভিতরে তাঁতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ৷ কার্যত লকডাউনে আর্থিক অনটনের জেরে মানসিক অবসাদের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারে দাবি ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের সুত্রাগড় দক্ষিণপাড়া ভদ্রকালীতলা এলাকায় ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

পরিবারের দাবি, ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ পেশায় তাঁত শ্রমিকের কাজ করতেন । নিজের বাড়িতেই দুটি যন্ত্রচালিত তাঁত চালাতেন তিনি ৷ দীর্ঘ লকডাউনের মধ্যে তাঁতের শাড়ি বিক্রি না থাকায় বন্ধ হয়ে যায় তাঁত দুটি । এর পর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ফের ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল । কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের একবার কার্যত লকডাউন শুরু হয়েছে ৷ ফলে আর্থিক সংকটে পড়ে বিশ্বনাথ ঘোষ ৷ রোজগার না থাকায় বাড়ির ছেলে মেয়েদের কীভাবে অন্য যোগাবেন এই নিয়ে চিন্তায় মানসিক অবসাদে চলে গিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : লকডাউনে বন্ধ কারখানা মানসিক অবসাদ থেকে আত্মহত্যা শ্রমিকের

বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ির তাঁত ঘরের মধ্যেই বছর পঞ্চাশের বিশ্বনাথ ঘোষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা ৷ পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানার ফোন করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে ৷ তবে, মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টর জন্য অপেক্ষা করতে হবে ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.