ETV Bharat / snippets

রেমালের জন্য বন্ধ নন্দন, টিকিটের টাকা ফেরাবে হল কর্তৃপক্ষ

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 11:01 PM IST

Etv Bharat
নন্দন সিনেমা হল (নিজস্ব চিত্র)

Nandan to remain Closed: রেমালের জন্য বাতিল হল রবিবারের নন্দন ও রাধার সব শো । যারা অনলাইনে টিকিট কেটেছেন তাঁদের সকলের টাকা অনলাইনেই ফিরিয়ে দেওয়া হবে । যারা অফলাইনে টিকিট কেটেছেন, তাঁরা মঙ্গল এবং বুধবার নন্দন থেকে টাকা ফেরত পাবেন ।

নন্দনে চলছে 'নয়ন রহস্য', 'এটা আমাদের গল্প', 'দাবাড়ু', 'তাহাদের কথা', 'মির্জা' এবং 'আলাপ' । রবিবার ঘূর্ণিঝড়ের জন্য সমস্ত সিনেমা বন্ধ রাখা হল। রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল ৷ যার গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 120 থেকে 135 কিমি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.