ETV Bharat / state

Ambulance Syndicate: অ্যাম্বুল্যান্স সিন্ডিকেটের দৌরাত্ম্য ! অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় মৃত্যু রোগীর

author img

By

Published : May 16, 2023, 8:42 PM IST

Updated : May 16, 2023, 9:01 PM IST

হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সেই রোগীকে নিয়ে যেতে হবে ৷ আর এই দাবিতে দফায় দফায় আটকে দেওয়া হল বাইরে থাকা আসা অ্যাম্বুল্যান্সকে ৷ এমনকি রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ আর এর ফলেই মৃত্যু হয়েছে রোগীর ৷ এমনই অমানবিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সালারে ৷

Ambulance Syndicate in Murshidabad ETV BHARAT
Ambulance Syndicate in Murshidabad

অ্যাম্বুল্যান্স দৌরাত্ম্যের জেরে মহিলার মৃত্যুর অভিযোগ

সালার (মুর্শিদাবাদ), 16 মে: স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অ্যাম্বুল্যান্স ৷ আর এই অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠছে ৷ কালিয়াচকের পর এবার মুর্শিদাবাদের সালার ৷ অ্যাম্বুল্যান্স সিন্ডিকেটের ‘বলি’ হলেন এক মহিলা ৷ অভিযোগ সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে কলকাতার কমান্ডো হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বারবার অ্যাম্বুল্যান্স আটকানো হয় ৷ এমনকি রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আর তাতেই মৃত্যু হয়েছে 42 বছরের চাঁদতারা বিবির ৷ ঘটনায় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তিন অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অ্যাম্বুল্যান্স না-পেয়ে ব্যাগের ভিতরে মৃত সন্তানের দেহ নিয়ে বাড়ি ফিরেছেন বাবা ৷ এই ঘটনার 48 ঘণ্টা পেরনোর আগে, আবারও প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য় পরিকাঠামো ৷ সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার প্রতিটি স্তরে যে দালাল চক্র ছেয়ে গিয়েছে, সেটাও আরও একবার দেখা গেল ৷ এবার অভিযোগ একদল অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা ৷ সোমবার রাতে সালারের মাধাইপুর গ্রামের বাসিন্দা চাঁদতারা বিবিকে ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

সেখানে চিকিৎসকরা জানান, চাঁদতারা বিবির ডায়ালিসিস প্রয়োজন ৷ যার ব্যবস্থা সেখানে ছিল না ৷ যেহেতু মহিলার স্বামী সেনায় কর্মরত, তাই তাঁকে কলকাতার কমান্ড হাসপাতালে রেফার করা হয় ৷ পরিবারের সদস্যরা পরিচিত এক অ্যাম্বুল্যান্স চালককে ডাকেন তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য ৷ অভিযোগ চাঁদতারা বিবিকে যখন অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছিল তখন বাধা দেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাইরে লাইনে থাকা অ্যাম্বুল্যান্সের চালকরা ৷ তাঁদের দাবি ছিল, বাইরে থেকে অ্যাম্বুল্যান্স এনে রোগীকে নিয়ে যাওয়া যাবে না ৷ লাইনে থাকা অ্যাম্বুল্যান্সই ভাড়া করতে হবে ৷

আরও পড়ুন: 'এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়', উত্তরবঙ্গ মেডিক্যালের গাফিলতি প্রসঙ্গে বললেন মৃত শিশুর মা

এই ঘটনায় আরিফ শেখ, জিয়ারুল শেখ এবং সোনি শেখ নামে তিন অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ সেখান থেকে কোনও মতে রোগীকে নিয়ে বেড়িয়ে যায় অ্যাম্বুল্যান্স ৷ কিন্তু, ফুলড়ি মোড়ে আরিফ শেখ ফের গাড়ি আটকে দেন বলে অভিযোগ ৷ এমনকি প্রতিবাদ করলে পরিবারের দুই সদস্যকে মারধর করেন আরিফ ৷ এমনকি রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয় ৷ আর তার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চাঁদতারা বিবি ৷ এমনই অভিযোগ করেছেন ভাড়া করা অ্যাম্বুল্যান্সের চালক রিপন শেখ ৷

এই ঘটনার পর মৃত রোগীর পরিবারের সদস্যরা, হাসপাতালে ফিরে প্রতিবাদ জানান ৷ এমনকি সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় তিন অ্যাম্বুল্যান্স চালক আরিফ শেখ, জিয়ারুল শেখ এবং সোনি শেখের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করেছে মৃত চাঁদতারা বিবির পরিবার ৷ যদিও, পুলিশের বিরুদ্ধেও তাঁরা অভিযোগ তুলেছেন ৷ পুলিশ তাঁদের এফআইআর-এ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ উঠেছে ৷ মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা হাসরপাতালে চাঁদতারা বিবির দেহের ময়নাতদন্ত হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি ৷

Last Updated :May 16, 2023, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.