ETV Bharat / state

বিরল প্রজাতির তক্ষক সহ বন্যপ্রাণী পাচার, গ্রেপ্তার দুই

author img

By

Published : Jan 13, 2021, 7:16 PM IST

বিরল প্রজাতির এই প্রাণীটির আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা । প্রাণীটি সামশেরগঞ্জ থেকে আনা হয়েছিল সাগরদিঘিতে বিক্রির জন্য ।

তক্ষক
বিরল প্রজাতির তক্ষক

সাগরদিঘি, 13 জানুয়ারি : বন্যপ্রাণী পাচার চক্রে দুজনকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ । উদ্ধার হয় বিরল প্রজাতির একটি তক্ষক । এদিন ওই দুই পাচারকারীকে সাগরদিঘির ইনটেক রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম বিষ্ণু সরকার ও চন্দন সরকার । তারা সামশেরগঞ্জ থানার তারাপুর ও মালঞ্চের বাসিন্দা । আজ দুজনকেই পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে ।

জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার একটি সাংবাদিক বৈঠক করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করে । তাদের কাছে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় লিজার্ড জাতীয় বন্যপ্রাণী । বনদপ্তরের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে বাজেয়াপ্ত প্রাণীটির নাম গোকো । বিরল প্রজাতির এই প্রাণীটির আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা ।

উদ্ধার হল বিরল প্রজাতির তক্ষক

আরও পড়ুন : ব্যারাকপুরে উদ্ধার বিপুল সংখ্যক কচ্ছপ

প্রাণীটি সামশেরগঞ্জ থেকে আনা হয়েছিল সাগরদিঘিতে বিক্রির জন্য । তবে চোরাকারবারিরা প্রাণীটি কোথা থেকে এনেছিল এখনও জানতে পারেনি পুলিশ । সাগরদিঘি থেকে কোথায় প্রাণীটি পাচার করা হত এখনও অজানা । ধৃতদের পুলিশি হেপাজতে নিয়েই তদন্ত চালাবে পুলিশ । বন্য প্রাণী পাচার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.