ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 5

author img

By

Published : May 24, 2020, 3:38 PM IST

আক্রান্তদের মধ্যে দুইজন সাগরদিঘির বাসিন্দা । দুইজন ডোমকল এবং একজন নবগ্রাম ব্লকের বাসিন্দা । প্রত্যেকেই এক সপ্তাহের মধ্যে মুম্বই থেকে ফিরেছেন বলে খবর ।

Murshidabad
Murshidabad

মুর্শিদাবাদ, 24মে : আজ মুর্শিদাবাদ জেলায় আরও পাঁচজন কোরোনায় আক্রান্ত হলেন । এই আক্রান্তরাও মহারাষ্ট্র ফেরত । স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় সংক্রমণ বাড়ছে । মোট আক্রান্ত 42 । এদিকে আক্রান্তদের মহারাষ্ট্র যোগ থাকায় উদ্বেগ বাড়ছে জেলা প্রশাসনের কর্তাদের । কারণ, প্রতিদিন মুম্বই থেকে বাসে পরিযায়ী শ্রমিকরা এসে পৌঁছাচ্ছেন জেলায় ।

নতুন আক্রান্তদের মধ্যে দুইজন সাগরদিঘির বাসিন্দা । দুইজন ডোমকলের এবং একজন নবগ্রাম ব্লকের। প্রত্যেকেই এক সপ্তাহের মধ্যে মুম্বই থেকে ফিরেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর । নবগ্রামের শ্রমিক বাদে অন্য চারজন হোম কোয়ারানটিনে ছিলেন । তাঁদের পরিবারের সদস্যদের এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সিল করে দেওয়া হয়েছে এলাকা ।

নবগ্রামে আক্রান্ত ব্যক্তি সরকারি কোয়ারানটিন সেন্টারে ছিলেন । ওই কোয়ারানটিন সেন্টারের মোট নয়জনকে কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এনিয়ে জেলায় গত চারদিনে নতুন করে 28জন কোরোনায় আক্রান্ত হলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.