ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনা আক্রান্ত মহারাষ্ট্র ফেরত আরও 5 পরিযায়ী

author img

By

Published : May 23, 2020, 3:54 PM IST

পরিযায়ী শ্রমিকরা মহারাষ্ট্র থেকে জেলায় ফিরছেন । এরপরই জেলায় বাড়ছে কোরোনা সংক্রমণ । তিনদিনে এই জেলায় মোট 23জনকে কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে । তাঁদের মধ্যে 21জন মহারাষ্ট্র থেকে ফিরেছেন বা মহারাষ্ট্র থেকে ফেরা কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছেন ।

murshidabad
murshidabad

মুর্শিদাবাদ, 23মে : মহারাষ্ট্র ফেরত আরও পাঁচজন পরিযায়ী শ্রমিক কোরোনা আক্রান্ত । তাঁদের মধ্যে চারজন ফরাকজা থানার বাসিন্দা এবং একজন লালগোলার বাসিন্দা । কয়েকদিন আগে তাঁরা মহারাষ্ট্র থেকে ফেরেন ।

মহারাষ্ট্র থেকে ফেরার পর জেলা প্রশাসনের তরফে তাঁদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ টেস্ট রিপোর্ট আসে । জানা যায়, ওই পাঁচজন কোরোনা পজ়িটিভ । তাঁদের বহরমপুর কোভিড হাসপাতালে ভরতি করা হয় । জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন 36 । সংক্রমণ বাড়তে থাকায় জেলায় আতঙ্ক ছড়িয়েছে । চিন্তিত জেলা স্বাস্থ্যদপ্তরও ।

পরিযায়ী শ্রমিকরা মহারাষ্ট্র থেকে জেলায় ফিরছেন । এরপরই জেলায় বাড়ছে কোরোনা সংক্রমণ । তিনদিনে এই জেলায় মোট 23 জনকে কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে । তাঁদের মধ্যে 21জন মহারাষ্ট্র থেকে ফিরেছেন বা মহারাষ্ট্র থেকে ফেরা কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছেন ।

আজ ফরাক্কা ব্লকের বিন্দুগ্রামের একজন ও পূর্ব শিবতলা গ্রামের চারজনকে কোভিড হাসপাতালে আনা হয়েছে । একইসঙ্গে লালগোলার একজনকে আনা হয়েছে কোভিড হাসপাতালে । প্রতিদিন মাতৃ সদন কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে । কোয়ারানটিন সেন্টারগুলিতে রাখা পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

এদিকে আতঙ্ক ছড়ানোয় ফরাক্কার দুই গ্রামের মানুষ ভয়ে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। আক্রান্তের সংখ্যা ছত্রিশ। আতঙ্কে রয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.