ETV Bharat / state

জলঙ্গির বিস্ফোরণে শাসক দলের দিকে অভিযোগ

author img

By

Published : Oct 29, 2019, 11:38 PM IST

জলঙ্গির বিস্ফোরণের ঘটনায় সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুললেন গ্রামবাসীরা । নাম জড়িয়েছে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের ও জলঙ্গির বিধায়ক আবদুর রজ্জাকের ।

জলঙ্গি

জলঙ্গি, 29 অক্টোবর : সোমবার সন্ধ্যায় জলঙ্গির টলটলি গ্রামে বিস্ফোরণে মৃত্যু হয় তিনজনের । আজ সেই ঘটনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল । গ্রামবাসীদের অভিযোগ যারা মারা গেছে তারা সকলেই শাসক দলের সঙ্গে যুক্ত । প্রত্যেকেই এলাকায় সমাজ বিরোধী বলে পরিচিত । গ্রামবাসীদের অভিযোগ এরা সবাই মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহেরের অনুগামী । গতকালের ঘটনাস্থান থেকে আজ প্রচুর বোমা উদ্ধার করে জলঙ্গি থানার পুলিশ ।

স্থানীয়দের বক্তব্য, যে সমস্ত দুষ্কৃতী গতকাল মারা গিয়েছে তারা পাচারের সঙ্গে যুক্ত ছিল । গোরু-সোনা-অস্ত্র-সহ নিষিদ্ধ ওষুধ ফেনসিডিল পাচার করত । সোমবার যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেখানে 5 থেকে 7 জন উপস্থিত ছিল । এদের মধ্যে তিনজন ঘটনাস্থানে মারা যায় এবং কয়েকজন গুরুতর জখম হয় । গ্রামবাসীদের বক্তব্য জখমদের কোনও খোঁজ নেই । তারা এখন কোথায় আছেন, কোথায় তাদের চিকিৎসা চলছে কেউ জানে না ।

আরও পড়ুন লক্ষ্য BSF, গোরু পাচারের সময় বাঁধা সকেট থেকেই বিস্ফোরণ সীমান্তে !

আতঙ্কিত গ্রামের মানুষেরা । তাদের অভিযোগ, নিহত ও জখমরা সকলেই বর্তমান পঞ্চায়েতের লেঠেল বাহিনীর সদস্য । তাদের পৃষ্ঠপোষকতা করেন জলঙ্গির বিধায়ক আবদুর রজ্জাক ও মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের । গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের হয়ে নানা রকম অসামাজিক ক্রিয়াকলাপে এরা যুক্ত ছিল ।

জলঙ্গির বিধায়ক আবদুর রজ্জাক গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন । তিনি বলেন , " বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নেই । তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগাতে বিরোধীরা অপপ্রচার করছে । তৃণমূল কোন দখলদারি করে না । "

আরও পড়ুন জলঙ্গিতে গোরু পাচারকারীদের রাখা সকেট বোমা ফেটে মৃত 3

এ দিকে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের বলেন , " কে কোথায় কী পাচার করবে বা বোমা বাঁধতে গিয়ে কী করবে এ বিষয়ে দল কী করবে? ওই সমস্ত দুষ্কৃতীদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । "

Intro:জলঙ্গীর ঘটনায় সরাসরি অভিযোগের তীর শাসক দলের দিকে। বোমা উদ্ধারের সাথে নাম জড়িয়ে পড়ছে সাংসদ সহ স্থানীয় নেতৃত্বদেরBody:জলঙ্গীর ঘটনায় সরাসরি অভিযোগের তীর শাসক দলের দিকে। বোমা উদ্ধারের সাথে নাম জড়িয়ে পড়ছে সাংসদ সহ স্থানীয় নেতৃত্বদের

সোমবার সন্ধ্যেয় জলঙ্গীর টলটলি গ্রামে বিস্ফোরণে মৃত্যু হয় তিনজনের এবং সেই নিয়ে যথেষ্টই সরগরম ছিল এলাকা। আজ ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মন্তব্য থেকে। গতকালের ঘটনাস্থলের সংলগ্ন এলাকায় আজ বহু পরিমানে বোমা উদ্ধার করে জলঙ্গী থানার পুলিশ। ঘটনাস্থলে এসে উপস্থিত হন সি.আই.ডি টিম।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের বক্তব্য, যে সমস্ত দুষ্কৃতীরা গতকাল মারা গিয়েছেন তারা নানান রকম পাচারকারীর সঙ্গে যুক্ত ছিল। দীর্ঘদিন ধরে তারা গরু পাচার থেকে ফেনসিডিল পাচার সবকিছুই করতো। এমনকি বোমা বাধাঁরও কাজ করত। পূর্বে এদের হাতেই ঘাটের দখলদারি ছিল। বর্তমানে ঘাটের দায়িত্ব অন্য কেউ পেয়ে যাওয়ায় পাচারকারীদের অসুবিধা সৃষ্টি হচ্ছিল। গতকাল যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেখানে ৫ থেকে ৭ জন উপস্থিত ছিল তার মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যান এবং বাকি যারা গুরুতর আহত হন তারা এখন কোথায় আছেন কোথায় তাদের চিকিৎসা চলছে কেউ জানেনা। গোপনে তাদের রাখা হয়েছে। গতকাল সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটে গ্রামের সকলে আওয়াজ পেলেও কেউ বেরিয়ে দেখার চেষ্টা করেনি। কারণ এই সমস্ত দুষ্কৃতীদের তাণ্ডবে তাদের অত্যাচারে যথেষ্ট আতঙ্কিত গ্রামের মানুষেরা। সরাসরি অভিযোগ আসে যে যারা মারা গেছেন আহত হয়েছেন তারা সকলেই বর্তমান পঞ্চায়েত দখলদারীদের লেটেল বাহিনী এবং তাদের সহায়তা করছে বিধায়ক আব্দুর রাজ্জাক এমনকি বিস্ময়কর তথ্য এই যে সাংসদ আবু তাহের খান এর নামক জড়িয়ে পড়ছে ঘটনায়। তাদের বক্তব্য তৃণমূলের হয়ে নানান রকম অসামাজিক ক্রিয়াকলাপে এরা যুক্ত ছিল। যদি এ বিষয়ে আব্দুর রাজ্জাক এর বক্তব্য অন্যান্য দলের রাজনৈতিক ব্যক্তিরা এটাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করলেও এখানে তৃণমূলের কোন দখলদারি নেই। এরা কেন কি কারণে বোমা বাঁধছিল তা জানা নেই। এ বিষয়ে সাংসদ আবু তাহেরের বক্তব্য, কে কোথায় পাচার বা বোমা বাঁধতে গিয়ে কি করবে এ বিষয়ে দল কি করবে? ঐ সমস্ত দুষ্কৃতিদের সাথে দলের কোনো সম্পর্ক নেই। তার জন্য দলের কোনো দায়িত্ব নেই, এম.পি. র কোনো দায়িত্ব নেই। একটায় কথা বলব প্রশাসন কড়া পদক্ষেপ নেক, শক্ত হাতে বিষয়টি দেখুক এবং উপযুক্ত ব্যবস্থা নেক।Conclusion:এ বিষয়ে সাংসদ আবু তাহেরের বক্তব্য, কে কোথায় পাচার বা বোমা বাঁধতে গিয়ে কি করবে এ বিষয়ে দল কি করবে? ঐ সমস্ত দুষ্কৃতিদের সাথে দলের কোনো সম্পর্ক নেই। তার জন্য দলের কোনো দায়িত্ব নেই, এম.পি. র কোনো দায়িত্ব নেই। একটায় কথা বলব প্রশাসন কড়া পদক্ষেপ নেক, শক্ত হাতে বিষয়টি দেখুক এবং উপযুক্ত ব্যবস্থা নেক।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.