ETV Bharat / state

TMC Leader Arrest : আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী, চাঞ্চল্য মালদায়

author img

By

Published : May 1, 2022, 6:14 PM IST

harishchandrapur
পুলিশ নিয়ে যাচ্ছে ধৃতকে

মদ খেয়ে সকাল থেকে বন্দুক নিয়ে কেরামতি ৷ স্থানীয়দের হুমকি ৷ বন্দুক উঁচিয়ে তাড়া করা ৷ এসব কাণ্ড কারখানা দেখাচ্ছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী ৷ ভয় দেখিয়ে আপাতত শ্রীঘরে কীর্তিমান তৃণমূল নেতা (TMC Leader Arrest) ৷

মালদা, 1 মে : মদ্যপ অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালালেন তৃণমূল পরিচালিত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী । রাস্তায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি দিতে থাকেন তৃণমূলের ওই নেতা ৷ খবর পেয়ে আগ্নেয়াস্ত্র-সহ ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ (TMC Leader Arrested with arms at Harishchandrapur) । ধৃতকে রবিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় ।

রবিবার সকালে হরিশ্চন্দ্রপুরের ভালুকা অঞ্চলের পেমাই গ্রামে প্রাক্তন পঞ্চায়েত প্রধান মিনু মুশহরের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা পূরণ মুশহর মদ্যপ অবস্থায় হাতে পাইপগান নিয়ে ঘুরতে থাকেন । অভিযোগ, কখনও কাউকে আগ্নেয়াস্ত্রের নলের সামনে দাঁড় করিয়ে হুমকি দেন, আবার কখনও আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় বাসিন্দাদের পিছনে তাড়া করেন । নিমেষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

আরও পড়ুন : 5 arrested with Yaba tablets in Malda: বাংলাদেশে পাচারের আগেই 30 লক্ষ টাকার ইয়াবা-সহ গ্রেফতার 5

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভালুকা থানার পুলিশ । আগ্নেয়াস্ত্র-সহ ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান তাঁরা । হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ।

এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, "তৃণমূলের সংস্কৃতি কোথায় গিয়েছে তা দেখা যাচ্ছে । সামনে পঞ্চায়েত নির্বাচন । মানুষকে এখন থেকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা চলছে । পুলিশের কাছে অনুরোধ এ ধরনের ঘটনায় যথাযুক্ত ব্যবস্থা নিক ।"

যদিও রাজ্য তৃণমূল সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "তৃণমূল কাউকে অস্ত্র নিয়ে দাদাগিরি করার লাইসেন্স দেয়নি । তৃণমূল করছি মানেই যা ইচ্ছে তাই করব, এটা হবে না । দল এই ধরনের কাজ বরদাস্ত করে না । নেত্রীর নির্দেশ রয়েছে পুলিশ এইসব ঘটনায় কঠোর পদক্ষেপ নেবে ।"

আরও পড়ুন : English Bazar Arrest : আগ্নেয়াস্ত্র-কার্তুজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, মালদায় গ্রেফতার দুই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.