ETV Bharat / state

English Bazar Arrest : আগ্নেয়াস্ত্র-কার্তুজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, মালদায় গ্রেফতার দুই

author img

By

Published : Apr 25, 2022, 4:46 PM IST

মালদার ইংরেজবাজারে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে (Police Arrest two Youth who Allegedly Post Photos with Firearms and Ammunition) ৷ পুলিশ তাদের গ্রেফতার করেছে ৷

police-arrest-two-youth-who-allegedly-post-photos-with-firearms-and-ammunition
English Bazar Arrest : আগ্নেয়াস্ত্র-কার্তুজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, মালদায় গ্রেফতার দুই

মালদা, 25 এপ্রিল : আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গ্রেফতার দুই যুবক (Police Arrest two Youth who Allegedly Post Photos with Firearms and Ammunition) । ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে (Malda English Bazar) ৷

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পরশু, শনিবার দুই যুবক সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে । সেই ছবিতে দেখা যায় এক যুবক হাতে একটি পাইপ গান নিয়ে দাঁড়িয়ে রয়েছে । অন্য একটি ছবিতে দেখা যায় আরেক যুবক কার্তুজকে গলায় ঝুলিয়ে রেখেছে ।

বিষয়টি নজরে আসতেই দুই যুবকের খোঁজ শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ । গতকাল রাতে পুলিশের একটি দল দুই যুবককে বাড়ি থেকে গ্রেফতার করে । ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজ । ধৃতদের নাম বিশ্বজিৎ ঘোষ (20) ও শিবশঙ্কর ঘোষ (19) । ধৃতরা ইংরেজবাজারের রামকেলি ও পিয়াসবাড়ি এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ।

আগ্নেয়াস্ত্র-কার্তুজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, মালদায় গ্রেফতার দুই

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে যে ওই এলাকার রাজা নামের এক ছেলে তাদের ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাখতে দিয়েছিল । বর্তমানে রাজা এনডিপিএস কেসে জেল হেফাজতে রয়েছে । পুলিশের অনুমান, ধৃতদের সূত্র ধরে আরও আগ্নেয়াস্ত্রের সন্ধান মিলতে পারে ।

আরও পড়ুন : Malda Labourers Shot at : কাশ্মীরে জঙ্গিদের গুলিতে জখম মালদার দুই শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.