ETV Bharat / state

Train Cancellation List: ওভারব্রিজ নির্মাণের কাজে বাতিল একাধিক মালদাগামী ট্রেন, দেখুন তালিকা

author img

By

Published : Apr 18, 2023, 3:25 PM IST

Malda Train Cancel
মালদায় ট্রেন বাতিল

রোড ওভারব্রিজ নির্মাণের জন্য 18 মে পর্যন্ত বাতিল করা হয়েছে দু'টি ট্রেন ৷ এছাড়ও বহু ট্রেনের রুট ও সময়সূচির পরিবর্তন হয়েছে ৷ দেখে নিন ৷

মালদা, 18 এপ্রিল: হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-শক্তিগড় সেকশনে আদিসপ্তগ্রাম স্টেশন সংলগ্ন 12 নম্বর লেভেল ক্রসিং গেটে রোড ওভারব্রিজ নির্মাণের জন্য আগামী 28 এপ্রিল পর্যন্ত ব্লক চলবে ৷ তার জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ৷ কিছু ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে ৷ সোমবার রাতে রেলের তরফে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, কয়েকদিনের জন্য নির্দিষ্ট রুটের পরিবর্তে অন্য রুটে চলবে 13153 ও 13154 শিয়ালদা-মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস ৷

কলকাতা যাতায়াতের ক্ষেত্রে মালদাবাসী সবচেয়ে বেশি নির্ভর করে গৌড় এক্সপ্রেসের উপর ৷ কলকাতাই শুধু নয়, বোলপুর, বর্ধমান যাতায়াতের ক্ষেত্রেও জেলাবাসী এই ট্রেনকেই বেশি গুরুত্ব দেন ৷ রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 29 এপ্রিল, 4, 6, 8, 11, 13, 14, 16 এবং 18 মে 13153 ও 13154 শিয়ালদা-মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস নির্দিষ্ট রুটের পরিবর্তে ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুটে চলাচল করবে ৷ এই রুটে ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া ও আজিমগঞ্জে স্টপেজ দেওয়া হবে ৷

এছাড়াও 13029 হাওড়া-মোকামা এক্সপ্রেস 29 এপ্রিল, 4, 6, 8, 11, 13, 14, 16 ও 18 মে হাওড়া স্টেশন থেকে রাত 11টা 20 মিনিটের পরিবর্তে 11টা 45 মিনিটে ছাড়বে ৷ এই ক'দিন ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে যাবে ৷ ওই দিনগুলিতে 13030 মোকামা-হাওড়া এক্সপ্রেস বর্ধমান-হাওড়া কর্ড লাইন ধরে চলবে ৷

ওভারব্রিজের কাজের জন্য 29 এপ্রিল, 4, 6, 8, 11, 13, 14, 16 ও 18 মে 13027 হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং 30 এপ্রিল, 5, 7, 9, 12, 14, 15, 17 ও 19 মে আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ এছাড়া নির্দিষ্ট কয়েকটি দিন 13106 বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, 13060 যোগবাণী-কলকাতা এক্সপ্রেস, 13136 ডনগর-কলকাতা এক্সপ্রেস, 13138 আজমগড়-কলকাতা এক্সপ্রেস, 13156 সীতামারি-কলকাতা এক্সপ্রেস, 13024 গয়া-হাওড়া এক্সপ্রেস, 13022 রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, 15048, 15050 এবং 15052 গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৷

আরও পড়ুন: 17 ও 18 এপ্রিল বারাসত-হাসনাবাদ রুটে সমস্ত ট্রেন বাতিল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.