ETV Bharat / state

Ragging at North Bengal University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, ব়্যাগিংয়ের অভিযোগ পরিবারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 6:09 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Ragging Allegation in North Bengal University: মালদার গাজোলে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের পরিবারের অভিযোগ তাঁকে ব়্যাগিং করা হয়েছে ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

মালদা, 16 অক্টোবর: ঝুলন্ত দেহ উদ্ধার এক পড়ুয়ার ৷ আর সেই ঘটনায় অভিযোগ উঠেছে র‌্যাগিংয়ের ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র মাত্র তিনদিন ক্লাস করার পরেই বাড়ি ফিরে এসেছিলেন ৷ ব়্যাগিংয়ের আতঙ্ক তাঁকে গ্রাস করেছিল বলে জানা গিয়েছে পরিবারের তরফে ৷ আর সেই ভয় থেকেই সোমবার সকালে বছর বাইশের ইতিহাসের ওই ছাত্র নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ তুলছেন পরিবারের সদস্যরা ৷ মালদার গাজোলের এই ঘটনায় পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ এখনও দায়ের করা হয়নি ৷ তবে, পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

মৃতের পরিবারের তরফে পড়ুয়ার জেঠু বলেন, ‘‘গত 3 অক্টোবর ওকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রাখতে গিয়েছিলাম ৷ সন্ধেয় আমি বাড়ি ফিরে আসি ৷ ও আমাদের শুধু জানিয়েছিল, রোজ রাতে দাদারা ডাকছে ৷ ইন্টারভিউ নিচ্ছে ৷ তবে, বোনকে ফোন করে নানা কথা বলত ৷ কখনও ফোনে কথা বলতে বলতেই দাদারা ঘরে চলে আসত ৷ গত 7 অক্টোবর ও বাড়ি ফিরে আসে ৷ আর বিশ্ববিদ্যালয়ে যেতে চাইছিল না ৷ আমাদের বলত, ভালোলাগছে না ৷ আমরা যাওয়ার কথা বললেই হতাশ হয়ে পড়ত ৷’’ পড়ুয়ার জানিয়েছেন, পরিবারের তরফে অন্য বিশ্ববিদ্যালয়ে ভরতির কথাও বলা হয়েছিল তাঁকে ৷

সোমবার সকালে 10টা নাগাদ ওই ছাত্র দোতলায় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ৷ বাড়ির লোকজন একাধিকবার ডাকাডাকি করলেও, কোনও সাড়া পাননি তাঁরা ৷ এরপর দোতলার ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যরা দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে বাড়ির ছেলের দেহ ৷ মৃত পড়ুয়ার জেঠু অভিযোগ করেছেন, ব়্যাগিংয়ের শিকার হয়ে আতঙ্কে আত্মঘাতী হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া ৷

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ঘিরে প্রশ্ন নাগরিক সমাজের

জানা গিয়েছে, চলতি বছরেই মালদা কলেজ থেকে ইতিহাস নিয়ে স্নাতক হন ওই পড়ুয়া ৷ এরপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতিহাসে স্নাতকোত্তর কোর্সে ভরতি হয়েছিলেন ৷ কিন্তু, নতুন বিশ্ববিদ্যালয়ে 3 দিন ক্লাস করার পরেই ব়্যাগিংয়ের আতঙ্কে বাড়ি ফেরা এবং আজ তাঁর মৃত্যু ৷ এই ঘটনায় পরিবারের তরফে কোনও পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি ৷ পুলিশ মৃত ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.