ETV Bharat / state

Panchayat Board Formation: কোথাও বিরোধীদের সঙ্গে সংঘর্ষ, আবার কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব; বোর্ড গঠন নিয়ে বিতর্কে শাসকদল

author img

By

Published : Aug 9, 2023, 11:08 PM IST

কোথাও বিরোধীদের সঙ্গে, কোথাও নিজেদের মধ্যেই ৷ পঞ্চায়েত বোর্ড গড়ার প্রথম দিন একাধিক জায়গায় সংঘর্ষে জড়াল শাসকদল ৷

Panchayat Board Formation
বোর্ড গঠনে বিরোধী ও নিজেদের মধ্যে সংঘর্ষে শাসকদল

মালদা, 9 অগস্ট: কোথাও বিরোধীদের সঙ্গে, কোথাও গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষে জড়াল শাসকদল ৷ বুধবার গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রথম দিনে জেলার উত্তর থেকে দক্ষিণ প্রান্তে এই ছবি ধরা পড়েছে ৷ আজ, বুধবার সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরই গ্রাম পঞ্চায়েতে ৷ এবারের নির্বাচনে এই পঞ্চায়েতে বাম-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ৷ জানা গিয়েছে, দফতরের ভিতরে দুই শিবিরের প্রার্থীদের মধ্যে ঝামেলা বাঁধে ৷ সেই সময় জোটের প্রার্থীদের লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের প্রার্থীদের বিরুদ্ধে ৷

শুরু হয়ে যায় দু'পক্ষের সংঘর্ষ ৷ আহত হন দু'পক্ষেরই কয়েকজন প্রার্থী ৷ ভিতরের ঝামেলার রেশ ছড়িয়ে পড়ে বাইরে অপেক্ষমান দুই শিবিরের কর্মীদের মধ্যেও ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ ঝামেলার জেরে আজ ওই পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া মুলতুবি করে দেওয়া হয় ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, বোর্ড গঠনের পরবর্তী দিন স্থির করে নোটিশ জারি করা হবে ৷

এদিকে চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিয়ে আজ তৃণমূলেরই দু'টি গোষ্ঠী সংঘর্ষে জড়ায় ৷ এখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল ৷ এই পঞ্চায়েতের খেলেনপুর সংসদ থেকে জয়ী হেলি খাতুনের অনুগামীদের দাবি, রাজ্য নেতৃত্ব ও টিম পিকে এই পঞ্চায়েতে উপপ্রধান পদে হেলি খাতুনের নাম পাঠিয়েছে ৷ কিন্তু দলের ব্লক নেতৃত্ব সেই নির্দেশ উপেক্ষা করে বীরস্থল সংসদ থেকে জয়ী মুক্তার হোসেনকে উপপ্রধান করার সিদ্ধান্ত নিয়েছে ৷ বিক্ষোভ দেখাতে শুরু করেন হেলি খাতুনের অনুগামীরা ৷

বোর্ড গঠন নিয়ে ঝামেলা শুরু হয় কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেও ৷ 24 আসনের এই পঞ্চায়েতে কংগ্রেস 10টি, সিপিএম 1টি, বাম সমর্থিত নির্দল 1টি ও তৃণমূল 12টি আসন পায় ৷ পরবর্তীতে তৃণমূলের এক প্রার্থী জুলেখা বিবি বাম-কংগ্রেস জোটকে সমর্থন করেন ৷ নির্দিষ্ট সময়ে দু'পক্ষের জয়ী প্রার্থীরা পঞ্চায়েত দফতরে আসতে শুরু করেন ৷ একসময় জুলেখা বিবির গাড়ি সেখানে আসতেই তৃণমূল কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ অবশেষে রাত সাড়ে সাতটা নাগাদ ওই পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয় ৷ বোর্ড গঠন করে বাম-কংগ্রেস জোট ৷

আরও পড়ুন: বোর্ড গঠনের উদ্দেশে বেরিয়ে মাঝরাস্তায় উধাও 4 পঞ্চায়েত সদস্য; অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.