ETV Bharat / state

Mizoram Bridge Collapse: মিজোরামে রেলসেতু ভেঙে মৃত বেড়ে 23, সবাই মালদার

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 2:51 PM IST

Updated : Aug 23, 2023, 11:06 PM IST

Mizoram Bridge Collapse
মিজোরামে সেতু ভেঙে শ্রমিকদের মৃত্যুর খবরে শোকের ছায়া মালদায়

Malda Village goes to mourning after Mizoram Bridge Collapse: মিজোরামে সেতু ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হল 23 জন শ্রমিকের ৷ তাঁরা সবাই মালদার ৷

মালদা, 23 অগস্ট: মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মারা গিয়েছেন মালদার 23 জন শ্রমিক । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছেন গ্রামবাসী ও পুলিশ । ফোনে এই খবর আসার পর থেকেই জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ৷

নিহত শ্রমিকরা ইংরেজবাজার ও রতুয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা । সবচেয়ে বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে রতুয়া 2 নম্বর ব্লকের কোকলামারি চৌদুয়ার গ্রামে । গোটা গ্রামে এখন শোকের আবহ । গ্রামে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি রয়েছেন তৃণমূল নেতৃত্ব ।

আরও পড়ুন: নির্মীয়মাণ সেতু ভেঙে মৃতদের মধ্যে অনেকে মালদার, মিজোরামের সঙ্গে যোগাযোগের নির্দেশ মমতার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের পর মালদার অনেক শ্রমিক মিজোরামের হাফরং এলাকায় রেলসেতু নির্মাণের কাজে যান । বুধবার সকাল 10টা নাগাদ সেই সেতুটি আচমকা ভেঙে পড়ে । ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু শ্রমিকের । প্রাথমিকভাবে জানা যায়, এই দুর্ঘটনায় 17 জন শ্রমিকের মৃত্যু হয়েছে । পরে মৃতের সংখ্যা আরও বাড়ে ৷ দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক শ্রমিক ফোনে গোটা ঘটনার কথা গ্রামে জানান । মুহূর্তের মধ্যে সেই খবর চাউর হয়ে যায় জেলাজুড়ে ।

আরও পড়ুন: মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত কমপক্ষে 17, ক্ষতিপূরণ ঘোষণা মোদির

পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শেখ বাফাতুল্লা বলেন, "আজ সকালে আমার ফোনেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক শ্রমিক ফোন করেন । তাঁর মুখ থেকে এই খবর শুনে আমি প্রথমে হতভম্ব হয়ে যাই । সঙ্গে সঙ্গে এলাকার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি । তিনি বিধানসভায় আছেন । তিনি এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন । তবে এখনও উদ্ধারের কাজ চলছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । আমাদের একটাই আবেদন, রাজ্য সরকার এই শ্রমিকদের মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুক ।"

Last Updated :Aug 23, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.