ETV Bharat / state

বৈষ্ণবনগরে গ্রেফতার আন্তঃরাজ্য মোবাইল পাচার চক্রের 3 পান্ডা

author img

By

Published : Apr 24, 2021, 7:47 PM IST

গতকাল রাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল 34 নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী, ওই তিনজনকে পাকড়াও করে তল্লাশি চালাতে তাদের কাছ থেকে 93টি মোবাইল উদ্ধার হয় ৷ এর পরেই তাদের গ্রেফতার করে পুলিশ ৷

Malda Vaishnavnagar police arrest 3 master mind of inter-state mobile theft
বৈষ্ণবনগরে গ্রেফতার আন্তঃরাজ্য মোবাইল পাচার চক্রের 3 পান্ডা

মালদা, 24 এপ্রিল : আন্তঃরাজ্য মোবাইল চুরি চক্রের 3 পান্ডাকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ । শুক্রবার রাতে 34 নং নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় হানা দিয়ে এই তিনজনকে পাকড়াও করা হয় ৷ এদের কাছ থেকে 93টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন : দুর্গাপুরে ছাত্রাবাসে চুরি

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল 34 নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী, ওই তিনজনকে পাকড়াও করে তল্লাশি চালাতে তাদের কাছ থেকে 93টি মোবাইল উদ্ধার হয় ৷ এর পরেই তাদের গ্রেফতার করে পুলিশ ৷ বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে 93টি চোরাই স্মার্টফোন সহ মোবাইল চুরি চক্রের তিন মাথাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ সাহিদ (24), মহম্মদ আনিস (32) ও রশিদ আলি (24) । ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা । ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.