ETV Bharat / state

ভাঙন শুরু ফুলহার নদীতে, আতঙ্কে হরিশচন্দ্রপুর 2নং ব্লকের বাসিন্দারা

author img

By

Published : Jul 4, 2021, 8:26 PM IST

হরিশ্চন্দ্রপুর 2নং ব্লকের মধ্য দিয়ে গিয়েছে ফুলহার নদী । বৃষ্টি বাড়তেই গঙ্গার পাশাপাশি ফুলহার নদীতেও জল বাড়তে শুরু করেছে ৷ গত দু‘-তিন দিন ধরে ফুলহারের জলস্তর বাড়তে শুরু করেছে । ইতিমধ্যে, জলে তলিয়ে গেছে দৌলতনগর ও ইসলামপুরের বেশ কয়েক বিঘা জমি । আর তারপর থেকেই আতঙ্কে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের ৷

land slide at Fulhar river barrage panic moment for residents of malda Harishchandrapur
ভাঙন শুরু ফুলহার নদীতে, আতঙ্কে হরিশচন্দ্রপুর 2নং ব্লকের বাসিন্দারা

হরিশচন্দ্রপুর, 4 জুলাই : রাজ্যজুড়ে ভারী বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে নদীগুলিতে । আর সেই সঙ্গে শুরু হয়েছে ভাঙন । এমনকি মালদার মানিকচকে গঙ্গা সংলগ্ন বেশ কিছু এলাকায় বাঁধের ভাঙন শুরু হয়েছে । ফুলহার নদীতে জলের তোড়ে ভাঙন দেখা দিয়েছে হরিশ্চন্দ্রপুর 2নং ব্লকের দৌলতনগর ও ইসলামপুরে । দ্রুত বাঁধ মেরামত না করা হলে বড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা । ভাঙনের খবর পেয়ে আজ ওই এলাকা পরিদর্শন করতে যান দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিবুর রহমান ৷

হরিশ্চন্দ্রপুর 2নং ব্লকের মধ্য দিয়ে গিয়েছে ফুলহার নদী । বৃষ্টি বাড়তেই গঙ্গার পাশাপাশি ফুলহার নদীতেও জল বাড়তে শুরু করেছে ৷ গত দু‘-তিন দিন ধরে ফুলহারের জলস্তর বাড়তে শুরু করেছে । ইতিমধ্যে, জলে তলিয়ে গেছে দৌলতনগর ও ইসলামপুরের বেশ কয়েক বিঘা জমি । আর তার পর থেকেই আতঙ্কে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের ৷ অবিলম্বে বাঁধ মেরামতের কাজ না করা হলে বেশ কয়েকটি গ্রাম জলে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ৷ ভাঙনের খবর পেয়ে আজ সেখানে পরিদর্শনে যান দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিবুর রহমান ৷

তিনি বলেন, “ভাঙনের খবর পেয়ে আমরা ফুলহার নদী পরিদর্শনে এসেছিলাম । যা পরিস্থিতি দেখলাম তাতে স্থানীয় বাসিন্দারা বিপদের মুখে রয়েছেন । এখানে যেভাবে নদী কাটতে শুরু করেছে, তাতে মহানন্দা মাস্টার প্ল্যান বাঁধের যদি কোনও ক্ষতি হয়, তবে শুধু এই এলাকা নয় । হরিশ্চন্দ্রপুর 1 ও 2 দু’টি ব্লকই ভেসে যাবে । সমস্ত কৃষিজমি জলের তলায় চলে যাবে । এখনও বর্ষার জল পুরোপুরি জমেনি । ভরা বর্ষায় জল বাড়তে শুরু করলে ভয়াবহ আকার ধারণ করবে । গত দু‘-চার দিন ধরে দৌলতনগর ও ইসলামপুরে ভাঙন শুরু হয়েছে । এই দুই অঞ্চলে প্রায় 70 হাজার মানুষ বসবাস করেন । আমরা বিষয়টি সেচ দফতরের পাশাপাশি স্থানীয় বিধায়ক ও প্রশাসনকে জানাব ৷’’

ভাঙন শুরু ফুলহার নদীতে, আতঙ্কে হরিশচন্দ্রপুর 2নং ব্লকের বাসিন্দারা

আরও পড়ুন : বর্ষা শুরু হতেই গঙ্গার চোখরাঙানি, ভাঙন মালদার দুই ব্লকে

স্থানীয় বাসিন্দা মহম্মদ নাসির বলেন, “নদী আগে অনেক দূর দিয়ে বয়ে যেত । এখন যেভাবে নদী জমি কাটছে তাতে যেন নদীর নতুন গতিপথ তৈরি হচ্ছে । এই এলাকায় মানুষের অনেক জমি জলে তলিয়ে গেছে । এরকম চলতে থাকলে পুরো এলাকা জলে তলিয়ে যাবে । সেই কারণেই স্থানীয় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন । প্রতিবছর বর্ষার সময় আমাদের আতঙ্কে থাকতে হয় । আজ গ্রাম পঞ্চায়েত প্রধান এলাকা পরিদর্শনে এসেছিলেন । আমরা নিজেদের সমস্যার কথা তাঁকে জানিয়েছি ৷’’

আরও পড়ুন : আংশিকভাবে চালু হল কংসাবতী নদীর উপরের লোয়াদা সেতু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.