ETV Bharat / state

আধার কার্ড নেই, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা

author img

By

Published : Sep 6, 2020, 4:50 PM IST

সংস্কারের অভাবে বাসস্থানটি ভগ্নদশায় পড়ে রয়েছে । বাড়িতে শৌচালয় না থাকায় শৌচকর্ম করতে মাঠে যেতে হয় পরিবারের সকলকে ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথায়, আধার কার্ড না থাকায় এখনও আবাস যোজনার টাকা পাননি সাবেরা বেওয়া ।

সাবেরা বেওয়া
সাবেরা বেওয়া

মালদা, 6 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম উঠেছিল 2016 সালে ৷ কিন্তু এখনও সেই টাকা মেলেনি। রান্না ঘরেই মেয়ে ও দুই নাতি-নাতনিকে নিয়ে দিন কাটাচ্ছেন বছর পঞ্চাশের মহিলা । ঢিল ছোঁড়া দূরত্বে বাসস্থান হলেও নির্বিকার স্থানীয় পঞ্চায়েত সদস্য । পঞ্চায়েত সদস্যের দাবি, আধার কার্ড না থাকায় যোজনার টাকা পৌঁছনো যায়নি । সংবাদমাধ্যমে বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন BDO ।

হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাবেরা বেওয়া । শওহর শেখ সোনুয়া গত হয়েছেন বছর কুড়ি আগে । এরপর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সাবেরা বেওয়া । তাঁর চার মেয়ের নিকাহ হলেও ছোটো মেয়ে লিলিফা খাতুন আম্মার দেখভালের জন্য বিগত কয়েক বছর ধরে আম্মার বাড়িতে থেকে যান । বর্তমানে মেয়ে ও দুই নাতি-নাতনি নিয়ে সাবেরা বেওয়ার জীবন ।

শেখ সোনুয়ার মৃত্যুর পর থেকেই পরিবারের আর্থিক অবস্থা ভেঙে পড়ে । সংসারের হাল ধরতে এগিয়ে আসতে হয় মেয়েদের । প্রতিবেশীদের সহযোগিতায় একে একে চার মেয়ের নিকাহ হয় । ছোটো মেয়ে ধান কেটে, পরিচারিকার কাজ করে সাবেরা বেওয়ার সংসার চালান । সংস্কারের অভাবে বাসস্থানটি ভগ্নদশায় পড়ে রয়েছে । বাড়িতে শৌচালয় না থাকায় শৌচকর্ম করতে মাঠে যেতে হয় পরিবারের সকলকে ৷

2016 সালে তালিকায় নাম উঠলেও এখনও মেলেনি টাকা

আরও পড়ুন : মালদায় গঙ্গার ভাঙনের জেরে গৃহহীন, স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ

2016 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় সাবেরা বেওয়ার নাম ওঠে । কিন্তু এখনও সেই টাকা পাননি তিনি । আবাস যোজনার সেই টাকা আর উপভোক্তার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড । স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথায়, আধার কার্ড না থাকায় এখনও আবাস যোজনার টাকা পাননি সাবেরা বেওয়া ।

সাবেরা বেওয়ার ছোটো মেয়ে লিলিফা খাতুন বলেন, “ধানের জমিতে কাজ করে ও পরিচারিকার কাজ করে সংসার চালাচ্ছি ৷ দেখভালের জন্য আমি এখন আম্মার সঙ্গেই থাকি ৷ একটা ঘরেই আমরা থাকি ৷ বাড়িতে শৌচালয় নেই । টিউবওয়েল নেই ৷ অন্যজনের বাড়ি থেকে জল নিয়ে আসতে হয় ৷”

সাবেরা বেওয়া
নাতি-নাতনির সঙ্গে সাবেরা বেওয়া

আরও পড়ুন : পুরাতন মালদায় উদ্ধার ব্রাউন সুগার ও ফেনসিডিল, ধৃত 3

সাবেরা বেওয়ার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পঞ্চায়েত সদস্যের বাড়ি । কিন্তু এত বছর ধরে আধার কার্ড করিয়ে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেননি পঞ্চায়েত সদস্য ।

পঞ্চায়েত সদস্যের শওহর গোলাম মুর্তুজা জানান, “তালিকায় ওই মহিলায় নাম আছে ৷ আমি নিজে ওনার বাড়ির অবস্থা দেখেছি ৷ বিষয়টি নিয়ে আমি পঞ্চায়েতে যোগাযোগ করেছিলাম ৷ জানতে পেরেছি, আধার কার্ড না থাকায় ওই মহিলা যোজনার টাকা পাননি ৷ লকডাউন থাকায় এখন আধার কার্ড করা যাচ্ছে না ৷ লকডাউনের আগে স্কুলে আধার কার্ডের ক্যাম্প হয়েছিল ৷ সেখানে ওই মহিলার নাম তোলানো হলেও তাঁর আধার কার্ড আসেনি ৷ ওনার বাড়ির পাশে সরকারি টিউবওয়েল রয়েছে ৷ সেখান থেকেই ওনারা জল সংগ্রহ করেন ৷ এর আগে ওনাদের বাড়িতে কাঁচা শৌচালয় ছিল৷ বর্তমানে সঠিক পরিস্থিতি আমার জানা নেই ৷ জায়গার অভাব থাকায় হয়ত সরকারিভাবে শৌচালয় করা যায়নি ৷” অন্যদিকে BDO অনির্বাণ বসু জানান, "সংবাদমাধ্যম থেকে তিনি বিষয়টি জানতে পেরেছি । দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.