ETV Bharat / state

WB TET 2022: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগের আবহেই পাঁচ বছর বাদে আজ ফের রাজ্য জুড়ে টেট

author img

By

Published : Dec 11, 2022, 9:19 AM IST

Updated : Dec 11, 2022, 11:08 AM IST

Primary TET
ETV Bharat

পাঁচ বছর বাদে রবিবার, 11 ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা ৷ মোট 1 হাজার 460টি কেন্দ্রে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা দিতে আসার কথা ৷ পরীক্ষা ঘিরে বিশেষ ব্যবস্থা নিয়ে প্রাথমিক শিক্ষা বোর্ড (West Bengal TET 2022) ৷

কলকাতা, 11 ডিসেম্বর: আজ রাজ্যে বহু প্রতীক্ষিত টেট অর্থাৎ 'টিচার্স এলিজিবিলিটি টেস্ট' পরীক্ষা ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে এখনও লাগাতার প্রতিবাদ চলছে ৷ একের পর এক মামলা শুনছে কলকাতা হাইকোর্ট । এরইমধ্যে আজ পরীক্ষা । রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ড (West Bengal Board of Primary Education) আয়োজিত এই পরীক্ষায় 6 লক্ষ 90 হাজারেরও বেশি চাকরি প্রার্থী অংশ নিচ্ছে ৷ রবিবার রাজ্যজুড়ে অন্যতম বৃহত্তম পরীক্ষা হচ্ছে ৷ ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু জেলা থেকে যানজটের খবর পাওয়া গিয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, বহরমপুরে কিছু রাস্তায় টেট পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছেন ৷ অন্য কয়েকটি জায়গা থেকেও প্রায় একই খবর মিলেছে ।

রাজ্যের মোট 1 হাজার 460টি কেন্দ্রে এই পরীক্ষা হবে ৷ এর মধ্যে কলকাতায় 15টি কেন্দ্র রয়েছে ৷ এখনও এর আগে হওয়া টেট পরীক্ষায় উত্তীর্ণরা চাকরি না-পাওয়ায় মাঝে মাঝেই পথে নামছেন ৷ তারই মধ্যে 5 বছর বাদে ফের প্রাথমিক টেট পরীক্ষা ৷ পরীক্ষার আগে বা চলাকালীন গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা বোর্ড পরিচালন-কমিটির অ্যাডহক চেয়ারম্যান গৌতম পাল ৷

তিনি আরও জানিয়েছেন, কোনও পরীক্ষার্থী যদি নিয়ম লঙ্ঘন করেন অথবা বহিরাগত কেউ পরীক্ষায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন, তাহলে রাজ্য প্রশাসনের কাছে কঠিন পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হবে ৷ বোর্ডের পক্ষ থেকে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম (centralised control room) খোলা হয়েছে ৷ যেখান থেকে প্রায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নজরদারি চালানো যাবে ৷

আরও পড়ুন: রবিবার টেট, পরীক্ষায় বিঘ্ন ঘটানো হতে পারে; আশঙ্কা পর্ষদ সভাপতির

রবিবার এই পরীক্ষায় বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষার্থীদের 'ফেসিয়াল রেকগনিশন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান' (facial recognition and fingerprint scans of the candidates) করা হবে ৷ এই নির্দেশিকা জারি করেছে বোর্ড ৷ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের এবং বেরবার সময় এই পরীক্ষার্থীদের তাঁদের এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে ৷ দুপুর 12টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের অন্ততপক্ষে দু'ঘণ্টা আগে কেন্দ্রে হাজির হওয়ার কথা জানানো হয়েছে ৷

টেট কী (What is TET) ?

সরকার-অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে সহকারি শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটে বা 'টিচার্স এলিজিবিলিটি টেস্ট' ৷ টেট পরীক্ষায় পাশ করলে উত্তীর্ণ প্রার্থীকে ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট এবং অন্য বেশ কিছু প্রক্রিয়ায় উতরাতে হবে ৷

যোগ্যতা (TET Qualification)

বোর্ডের ওয়েবসাইটে আপলোড কথা তথ্য অনুযায়ী- পরীক্ষার্থীকে উচ্চপ্রাথমিক বা তার সমতুল পরীক্ষায় অন্ততপক্ষে 50 শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে ৷ উচ্চ প্রাথমিক বা তার সমতুল পরীক্ষায় দু'বছরের ডিপ্লোমা করতে হবে এবং কমপক্ষে 50 শতাংশ নম্বর পেয়ে পাশ করা বাধ্যতামূলক ৷

Last Updated :Dec 11, 2022, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.