ETV Bharat / state

Corona Update in Bengal: চোখ রাঙাচ্ছে করোনা, দেড় হাজারের দোরগোড়ায় সংক্রমণ

author img

By

Published : Jun 29, 2022, 7:32 PM IST

Updated : Jun 29, 2022, 7:42 PM IST

Corona Update in Bengal
করোনা আপডেট

বঙ্গে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ (Corona Update in Bengal) ৷ একদিনে প্রায় 500 জন করোনা আক্রান্ত হলেন ৷ দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ছে সংক্রমণের হারও ৷ এ হেন সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন চিকিৎসকমহল ৷

কলকাতা, 29 জুন: দেশের পাশাপাশি রাজ্যে প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ল সংক্রমণের হারও ৷ বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 424 জন(West Bengal Registers 1424 New Covid Cases in Last 24 Hours)৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 954 ৷

রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 12.74 শতাংশে ৷ আগের দিন যা ছিল 9.92 শতাংশ (Covid Positivity rate in Bengal) ৷ প্রায় 5 মাস পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এত বাড়ল ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে 2 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 218 জনের ৷ মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 27 হাজার 901 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 296 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 20 লাখ 798 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 11 হাজার 176 জনের ৷

রাজ্যে আরও 1 লাখ 40 হাজার 986 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 26 লাখ 10 হাজার 771 জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 34 লাখ 5 হাজার 862 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 36 লাখ 91 হাজার 331 জন ৷

অন্যদিকে, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে ভাইরাস সংক্রামিত হয়েছেন 14,506 জন । মঙ্গলবার যে সংখ্যাটা ছিল 11,793 জন (India reports 14506 fresh Covid cases in the last 24 hours) । দৈনিক সংক্রমণ বৃদ্ধির সঙ্গে চব্বিশ ঘণ্টায় দেশে ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে 30 জনের । যা গতকালের থেকে তিনজন বেশি ।

আরও পড়ুন : স্কুলে কীভাবে মানবেন কোভিড বিধি ? দেখুন কী বলছেন চিকিৎসকরা

Last Updated :Jun 29, 2022, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.