ETV Bharat / state

Covid Rules for Students: স্কুলে কীভাবে মানবেন কোভিড বিধি ? দেখুন কী বলছেন চিকিৎসকরা

author img

By

Published : Jun 27, 2022, 11:10 PM IST

গরমের ছুটি কাটিয়ে দীর্ঘ দেড় মাস পর শিক্ষা দফতরের নির্দেশমতো আজ থেকে খুলে গেল স্কুল ৷ পাশাপাশি ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ৷ সোমবার সন্ধ্যার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, পাঁচ মাস পর ফের পাঁচশোর গণ্ডি পার করেছে করোনা সংক্রমণ ৷ তবে এ নিয়ে এখনই স্কুল বন্ধ রাখার দরকার নেই ৷ তবে মেনে চলতে হবে করোনা বিধি (How to Follow Covid Rules in School) ৷

Covid Rules
তবে কিছু সাবধানতা বজায় রাখতে হবে বাচ্চাদের জন্য

কলকাতা, 27 জুন : গরমের ছুটির রেশ কাটিয়ে সোমবার থেকে খুলল স্কুলের দরজা । তবে অন্যদিকে ক্রমেই বাড়ছে করোনা । এর জন্য এখনই স্কুল বন্ধ রাখার দরকার নেই ৷ এমনই বার্তা দিলেন চিকিৎসকরা (How to Follow Covid Rules in School)।

শিশু চিকিৎসক অন্তরা বিশ্বাস বলেন, "স্কুলে তো অবশ্যই যাবে বাচ্চারা । তবে কিছু সাবধানতা বজায় রাখতে হবে । বাচ্চারা যাতে ঠিকমতো মাস্ক ব্যবহার করে সেই দিকে নজর দিতে হবে । ক্লাসে যাতে পড়ুয়াদের মধ্যে দূরত্ববিধি থাকে সেই দিকটাও নজর রাখবেন শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি টিফিনের সময় যাতে স্যানিটাইজার ও ঠিকমতো হাত ধোওয়া হয়, সেই দিকেও নজর দিতে হবে ।"

স্কুলে কীভাবে মানবেন কোভিড বিধি জানালেন চিকিৎসকরা

আরও পড়ুন : Corona Update in Bengal: পাঁচ মাস পর রাজ্যে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ

তিনি আরও বলেন, "সাত থেকে বারো বছর বয়সিদের টিকা দেওয়ার কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে । বারো থেকে আঠেরো বছর বয়সিদের ইতিমধ্যেই শুরু হয়েছে কোভিডের টিকাকরণ ।" চিকিৎসক অন্তরা বিশ্বাসের মতে, টিকা হলে বাচ্চারা সুস্থ থাকবে । শিশুরাই মূলত সুপার স্প্রেডার । ফলে ওদের যদি টিকা হয় সেখানে অনেকটাই স্বস্তি ।"

চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, আজ খুব আনন্দের দিন। স্কুল খুলেছে। তবে আমার মনে হয় এখনই যেমন ক্লাস চলছে সেভাবে ক্লাস চলুক, তবে প্রার্থনা ঘর বা খেলার মাঠ খুলে না দেওয়াই ভালো। কারণ তারা বুঝতে পারবে না কি করা উচিত। আর এইগুলো খুলে গেলে জমায়েতটাও এড়ানো সম্ভব হবে না।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.