ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সংশোধনী চায় রাজ্য, নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু

author img

By

Published : Jun 15, 2023, 12:32 PM IST

পঞ্চায়েত মামলার রায়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সংক্রান্ত অংশের সংশোধন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ শুক্রবার শুনানির সম্ভাবনা ৷ অন্যদিকে পঞ্চায়েত ভোট নিয়ে দেওয়া আদালতের রায় রাজ্য নির্বাচন কমিশন মানছে না বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনিও পালটা মামলা দায়ের করলেন ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

কলকাতা, 15 জুন: পঞ্চায়েত মামলার রায়ে পশ্চিমবঙ্গের স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই নিয়ে পালটা মামলা দায়ের হল আদালতে ৷ রায়ের যে অংশে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত নির্দেশ দেওয়া রয়েছে, সেই অংশের সংশোধন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ অন্যদিকে পঞ্চায়েত ভোট নিয়ে আদালত যে রায় দিয়েছে, তা রাজ্য নির্বাচন কমিশন মানছে না বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনিও এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৷

প্রসঙ্গত, গত মঙ্গলবার পঞ্চায়েত মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ের একটি অংশে ছিল যে ভোটে রাজ্যের স্পর্শকাতর সাতটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ রায়ের সেই অংশের সংশোধন চায় রাজ্য সরকার ৷ তাই বৃহস্পতিবার এই নিয়ে আদালতের কাছে আবেদন জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর বক্তব্য, রাজ্যের সাতটি জেলা স্পর্শকাতর, নির্বাচন কমিশন কোথাও তা স্পষ্ট করে বলেনি । তাহলে আদালত কীভাবে নির্দেশ দিল ?

কল্যাণের এই বক্তব্য শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তখন জানতে চান, "তাহলে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিয়ে দেব !"

বিজেপির তরফে আইনজীবী সৌম্য মজুমদারের বক্তব্য, ‘‘সারা রাজ্যেই ভোটকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক । কারণ, সর্বদলীয় বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট করেনি কোন জেলাগুলোতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন । ফলে আমাদের কাছেও স্পষ্ট নয় ।’’

এর পর প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন । আগামিকাল শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মানছে না কমিশন, এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাই তিনি আলাদা মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে ৷ তাঁর দাবি, কমিশন এখনও পর্যন্ত স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেনি । তাই 2021 সালে জাতীয় নির্বাচন কমিশনের চিহ্নিত করা স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকাকে চিহ্নিত করার নির্দেশ দিক আদালত ।

তাঁর আরও দাবি, যারা সিভিক বা কন্ট্রাকচুয়াল কর্মী নন, তাঁদের জন্য আলাদা করে কার্ডের ব্যবস্থা করুক কমিশন । আর যাঁরা মনোনয়ন জমা করতে পারেননি, তাঁদের তা জমা করার সুযোগ দেওয়া হোক ৷

এই মামলায় নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশ মানছেন না কেন ! আমাদের নির্দেশ না মানতে হলে শীর্ষ আদালতে যান । কিন্তু অবজ্ঞা করতে পারেন না । মাথায় রাখবেন স্বতঃস্ফূর্ত পদক্ষেপ করতে পারে আদালত ।"

শুভেন্দু অধিকারীর মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আজ বৃহস্পতিবারই এই মামলার শুনানি হতে পারে ৷

আরও পড়ুন: অশান্তির খবর এলেই তৎক্ষণাৎ পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে কমিশন, কড়া বার্তা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.