ETV Bharat / state

WB TET 2022: পরীক্ষা কেন্দ্রের বাইরে বহু পরীক্ষার্থী, বাড়ানো হল প্রবেশের সময়সীমা

author img

By

Published : Dec 11, 2022, 1:14 PM IST

Updated : Dec 11, 2022, 3:06 PM IST

wb-tet-2022-many-candidates-reach-late-time-extended-to-enter-exam-center
পরীক্ষা কেন্দ্রের বাইরে বহু পরীক্ষার্থী, বাড়ানো হল প্রবেশের সময়সীমা

টেটের পরীক্ষা কেন্দ্রের (WB TET 2022) বাইরে দাঁড়িয়ে বহু পরীক্ষার্থী ৷ পৌঁছতে দেরি হওয়ায় তাঁদের অনুরোধো বাড়ানো হল পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়সীমা ৷

পরীক্ষা কেন্দ্রের বাইরে বহু পরীক্ষার্থী, বাড়ানো হল প্রবেশের সময়সীমা

কলকাতা, 11 ডিসেম্বর: টেট-এর (WB TET 2022) পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়সীমা আরও বাড়ানো হল । প্রাথমিক শিক্ষক পদের যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা দিতে এসে অনেক পরীক্ষার্থী আজ দেরিতে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছন (Many candidates reach late)৷ তাঁদের অনুরোধের ভিত্তিতেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ বেলা 11 টার বদলে সময়সীমা বাড়িয়ে করা হয় 11.45 (Time extended to enter exam center)।

আরও পড়ুন: ব্যাগ বাইরে রেখে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে, কয়েকটি জেলায় বিক্ষোভ, পথ অবরোধ বীরভূমে

রবিবার পরীক্ষার দিন সকাল 9 টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করার অনুমতি ছিল ৷ তবে সময় পেরিয়ে যাওয়ার পর বহু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হন ৷ তাঁরা জানান, রবিবার বলে রাস্তায় বাস ও ট্রেনের সংখ্যা কম ৷ তাই তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয়েছে ৷ প্রথমে তাঁদেরকে ঢুকতে দেওয়া না হলেও, পরীক্ষার্থীদের অনুরোধে পরে পর্ষদের সভাপতি গৌতম পাল বিশেষ ব্যবস্থা নেন এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়সীমা বাড়ান । বেলা 11টার পরিবর্তে সেই সময়সীমা বাড়িয়ে 11.45 করা হয় ৷ ফলে দেরিতে পৌঁছনো পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন ৷

Last Updated :Dec 11, 2022, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.