ETV Bharat / state

মহেশতলায় ভুয়ো সিমেন্ট ও ওয়াল পুট্টি তৈরির কারখানার হদিস

author img

By

Published : Nov 8, 2020, 10:39 PM IST

নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরির কারখানার হদিস
নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরির কারখানার হদিস

একটি প্রতিষ্ঠিত কম্পানির লোগো ব্যবহার করে ভেজাল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করা হচ্ছিল ওই কারখানায় । জানা গেছে, গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা ওই নামী কম্পানির ওয়াল পুট্টি এবং সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল ।

কলকাতা, 8 নভেম্বর : মহেশতলায় হদিস পাওয়া গেল দুটি নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করার কারখানার । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পালান ইন্ডাস্ট্রিয়াল এলাকার দুইটি গোডাউনে হানা দেয় ।

একটি প্রতিষ্ঠিত কম্পানির লোগো ব্যবহার করে ভেজাল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করা হচ্ছিল ওই কারখানায় । জানা গেছে, গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা ওই নামী কম্পানির ওয়াল পুট্টি এবং সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল । তাই ওই সংস্থা নিজেদের মতো করে তদন্ত করে জানতে পারে তাদের নির্দিষ্ট কোনও কারখানায় এই দ্রব্যাদি তৈরি হচ্ছে না ।

সেই মতো তারা বিভিন্ন রিটেল শপগুলিতে গিয়ে জানতে পারে মহেশতলার একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার বেশ কিছু গোডাউন ভাড়া করে তাদের লোগো ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুটটি তৈরি করা হচ্ছে । পুলিশ ঘটনাস্থল থেকে 9 কর্মীকে আটক করেছে । ওই বেআইনি কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ । এই ধরনের আরও কোনও কারখানা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.