ETV Bharat / state

BJP-র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, পালটা প্রচারে নামছে তৃণমূল

author img

By

Published : Jun 7, 2020, 12:13 AM IST

অপপ্রচার করছে BJP ৷ এই অভিযোগে এবার রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকাতেই পালটা প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ তৈরি হয়ে গেছে রণকৌশলও ৷

tmc campaign
পালটা প্রচারে তৃণমূল

কলকাতা, 7 মে : একদিকে রাজ্যে বেড়ে চলেছে কোরোনা সংক্রমণ ৷ তারই মাঝে আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাজ্যের একাধিক এলাকা ৷ এই পরিস্থিতিতেও বিরোধীরা রাজনীতি করছে বলে আগেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার তা নিয়ে প্রতিটি বিধানসভা এলাকাতেই পালটা প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার একথা জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷

তিনি বলেন, "BJP-র ক্রমাগত অপপ্রচারের বিরুদ্ধে 294টি বিধানসভা কেন্দ্রেই পালটা প্রচার করা হবে । তার রণকৌশল ইতিমধ্যেই তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।" তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, "কোরোনা ও আমফানের মতো পরিস্থিতিকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে BJP। দুঃসময়ে রাজনীতি করতে তারা ঝাঁপিয়ে পড়েছে।"

পার্থবাবু বলেন, "কোরোনা ও আমফান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে ছোটো করে দেখানো হচ্ছে । অন্য রাজ্যের তুলনায় বাংলায় কোরোনায় মৃত্যুর হার অনেক কম । বাংলা যেভাবে লড়াই চালাচ্ছে তার কৃতিত্ব কিছুতেই স্বীকার করছে না । উলটে অপপ্রচার চালাচ্ছে BJP।"

আমফান ঘূর্ণিঝড়ে রাজ্যের একাধিক এলাকা যখন বিধ্বস্ত তখন তা নিয়েও BJP হীন রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি । তাই এবার এর বিরুদ্ধে পালটা প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.