ETV Bharat / state

Didi Cafe: বাংলাকে প্রণাম জানাতে যোগীরাজ্যে চালু দিদি ক্যাফে, কটাক্ষ কুণালের

author img

By

Published : Jun 7, 2023, 1:14 PM IST

TMC leader Kunal Ghosh
TMC leader Kunal Ghosh

মহিলা পরিচালিত ক্যাফে চালু করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ যার নাম দেওয়া হয়েছে দিদি ক্যাফে ৷ এই নিয়ে ওই রাজ্যের বিজেপি পরিচালিত সরকারকে কটাক্ষ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ ৷

কলকাতা, 7 জুন: মহিলা পরিচালিত সুলভ খাবারের কাউন্টার চালু করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ নাম দেওয়া হয়েছে দিদি ক্যাফে ৷ এই নিয়ে যোগী আদিত্যনাথের সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ পশ্চিমবঙ্গ সরকারকেই অনুকরণ করছে উত্তরপ্রদেশের সরকার, টুইটে এমনই দাবি করেছেন শাসক দলের এই নেতা ৷

তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক টুইটারে লিখেছেন, ‘‘দিদি ক্যাফে । উত্তরপ্রদেশ সরকারের নতুন পদক্ষেপ । মহিলা পরিচালিত সুলভ খাবারের কাউন্টার । বাংলায় অনেক আগেই পাঁচ টাকায় সুলভ লাঞ্চ চালু ।’’

2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের যে বাজেট পেশ করা হয়েছিল, সেই বাজেটে ‘মা ক্যান্টিন’ তৈরির কথা উল্লেখ করা হয় ৷ ভোটের আগেই কলকাতা পৌরনিগম এলাকায় পরীক্ষামূলকভাবে সেই প্রকল্প চালু হয় ৷ বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিক করার পর সেই প্রকল্প চালু করে রাজ্য সরকার ৷ সেই প্রসঙ্গ টেনেই বাংলাকে যোগী সরকার অনুকরণ করছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ ৷

পাশাপাশি হিন্দি বলয়ের ওই রাজ্যে এই প্রকল্পের নামকরণ নিয়েও কটাক্ষ করেছেন তৃণমূলের এই নেতা ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘দিদি শব্দটা দেখছি মনের ভেতর একেবারে গেঁথে গিয়েছে । এরা কাজও করে বাংলার পরে, নামকরণেও অবচেতনে বাংলাকে প্রণাম জানায় । জয় দিদি । জয় বাংলা ।’’

TMC leader Kunal Ghosh
কুণাল ঘোষের টুইট

প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে ‘দিদি’ বলেই দীর্ঘদিন ধরে পরিচিত ৷ সেই কারণে 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘দিদি ও দিদি’ বলে বারবার কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রীকে ৷ যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বঙ্গ রাজনীতিতে ৷ অথচ সেই দিদি শব্দ ব্যবহার করে প্রকল্প চালু করল বিজেপি পরিচালিত একটি রাজ্যের সরকার৷ ফলে টুইটারে সেই প্রসঙ্গই কার্যত তুলে বিজেপিকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ ৷

কী এই দিদি ক্যাফে ? উত্তরপ্রদেশের বারাণসীতে শুরু হয়েছে এই প্রকল্প ৷ সরকারি অফিস, স্কুল ও কলেজে দিদি ক্যাফে চালু হয়েছে ৷ মহিলাদের দিয়ে এই ক্যাফে পরিচালনা করা হচ্ছে ৷ এই প্রকল্প চলছে দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের অধীনে ৷ মহিলাদের স্বনির্ভর করা এবং সকলের জন্য পুষ্টিকর খাবার দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য ৷

আরও পড়ুন: মা ক্যান্টিনে খেলেন মন্ত্রী বীরবাহা,পরিবেশনে জেলাশাসক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.