ETV Bharat / state

Kunal Slams BJP on Ram Navami Rally: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে কেন গিয়েছিল বিজেপি, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণালের

author img

By

Published : Mar 31, 2023, 2:47 PM IST

Updated : Mar 31, 2023, 3:02 PM IST

বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে অশান্ত হয় হাওড়ার শিবপুর ৷ এখনও পর্যন্ত 36 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই পরিস্থিতিতে তৃণমূলের কুণাল ঘোষ প্রশ্ন তুললেন, রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে কেন গিয়েছিল বিজেপি ৷

Kunal Slams BJP on Ram Navami Rally
Kunal Slams BJP on Ram Navami Rally

কলকাতা, 31 মার্চ: রামনবমীর মিছিল ঘিরে অশান্তি নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ ৷ তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রের দাবি, রামনবমীর মিছিলে রিভলবার নিয়ে যাওয়া হয়েছিল ৷ ওই মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে বিজেপি কী করতে চাইছিল, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ একই সঙ্গে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছেন শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল রামনবমী ৷ সেই উপলক্ষ্যে একাধিক সংগঠনের তরফে রাজ্যের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের করা হয় ৷ সন্ধ্যার দিকে হাওড়ার শিবপুরের সন্ধ্যাবাজার এলাকায় গোলমাল হয় ৷ অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে কাঁচের বোতল, ইট-পাথর ছোড়া হয় ৷ এর জেরে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয় ৷ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

শুক্রবার জানা যায় যে এই ঘটনায় 36 জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শিবপুর, হাওড়া, বি-গার্ডেন সহ একাধিক এলাকা থেকে এই অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ এখনও এলাকার পরিস্থিতি থমথমে ৷ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

ঠিক এই পরিস্থিতি কুণাল ঘোষের অভিযোগ নতুন বিতর্ক তৈরি করেছে ৷ শুক্রবার এই নিয়ে একটি টুইট করেন কুণাল ঘোষ ৷ ওই টুইটে তিনি লিখেছেন, ‘‘রামনবমীতে রিভলবার ! বিজেপি করছে কী !!! বাংলাকে অশান্ত করার এত চেষ্টা । এগুলোকে খুঁজে গ্রেফতার করা হোক ।’’

  • রামনবমীতে রিভলবার!
    বিজেপি করছে কী!!!
    বাংলাকে অশান্ত করার এত চেষ্টা।
    এগুলোকে খুঁজে গ্রেপ্তার করা হোক। pic.twitter.com/HAAfEsuI6V

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটের সঙ্গে দু’টি ভিডিয়ো শেয়ার করেছেন কুণাল ঘোষ ৷ দু’টি ভিডিয়োই রামনবমীর মিছিলের ৷ একটি ভিডিয়োতে রিভলবার হাতে একটি ছেলেকে নাচতে দেখা যাচ্ছে রাস্তার উপর ৷ অন্য ভিডিয়োটিতে একটি গাড়িতে একটি ছেলের হাতে রিভলবার দেখা যাচ্ছে ৷ তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

উল্লেখ্য, রামনবমীর মিছিল হোক, কিন্তু তা নিয়ে যেন অশান্তি না ছড়ায়, সেই আর্জি বৃহস্পতিবার দুপুরে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার থেকে বৃহস্পতিবার রেড রোডে কেন্দ্রের বিরুদ্ধে ধরনা দেন মুখ্যমন্ত্রী ৷ ওই ধরনা মঞ্চ থেকেই তিনি এই আর্জি জানান ৷ অথচ বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ায় গোলমালের খবর আসে ৷

এই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপির উস্কানিতেই যত গোলমাল হয়েছে ৷ অন্যদিকে বিজেপির দাবি, রামনবমীর মিছিলে হামলা তৃণমূলই পরিকল্পনা করে করিয়েছে ৷ সেই তরজায় শুক্রবার নতুন মাত্রা যোগ করেছেন কুণাল ঘোষ ৷

Last Updated :Mar 31, 2023, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.