ETV Bharat / state

নেতাজির 125তম জন্মদিন উপলক্ষে আজ কলকাতায় প্রধানমন্ত্রী, শ্যামবাজার থেকে পদযাত্রা মমতার

author img

By

Published : Jan 23, 2021, 8:18 AM IST

Updated : Jan 23, 2021, 2:12 PM IST

কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরে হেলিকপ্টারে করে রেস কোর্সে আসবেন প্রধানমন্ত্রী । তার পরে সড়কপথে লাভার্স লেন, হসপিটাল রোড, এ জে সি বসু রোড, বেলভেডিয়ার রোড হয়ে জাতীয় গ্রন্থাগারে পৌঁছাবে তাঁর কনভয় ।

tight security in kolkata for pm narendra modi's visit for parakram diwas on netaji's 125th birth anniversary
tight security in kolkata for pm narendra modi's visit for parakram diwas on netaji's 125th birth anniversary

কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সুভাষন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে সাজসাজ রব কলকাতায় ৷ একদিকে যেমন পরাক্রম দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তেমনই নেতাজির জন্মদিনে উত্তর কলকাতায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ৷ এই দুই ভিভিআইপি-র অনুষ্ঠানকে কেন্দ্র করে দুর্গে পরিণত হয়েছে গোটা শহর ৷ আগেই পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা টিম ৷ সিটি পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মহানগরী ৷

চলতি বছর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হবে 'পরাক্রম দিবস' হিসেবে ৷ ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ আজ নেতাজির 125তম জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস পালন করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালে "পরাক্রম দিবস" অনুষ্ঠানে থাকবেন ৷ সেখানে "আমরা নতুন যৌবনেরই দূত" নামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ দুটি গ্যালারির উদ্বোধন করবেন ৷ তার আগে অবশ্য ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন মোদি ৷ কথা বলবেন শিল্পীদের সঙ্গে ৷

প্রথমে হয়ত নেতাজি ভবনে যাবেন তিনি ৷ এরপর সাড়ে তিনটে নাগাদ জাতীয় গ্রন্থাগারে সুভাষচন্দ্র শীর্ষক এক আলোচনাসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর । সাড়ে চারটে নাগাদ যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে । সেখানে সুভাষচন্দ্রকে নিয়ে একটি স্থায়ী গ্যালারির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর । এছাড়া দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া বাংলার বিপ্লবীদের নিয়ে আরও একটি গ্যালারির উদ্বোধন করবেন । একদিনের ঠাসা কর্মসূচি শেষ করে রাত আটটায় বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন ।

পুলিশ সূত্রের খবর, প্রাথমিকভাবে স্থির হয়েছে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরে হেলিকপ্টারে করে রেস কোর্সে আসবেন প্রধানমন্ত্রী । তার পরে সড়কপথে লাভার্স লেন, হসপিটাল রোড, এ জে সি বসু রোড, বেলভেডিয়ার রোড হয়ে জাতীয় গ্রন্থাগারে পৌঁছাবে তাঁর কনভয় । সেখানে অনুষ্ঠান শেষে করে একই পথে ফিরে মোদি পৌঁছাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে । প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি এই রুট ঠিক করেছে । পুলিশের একটি অংশ জানিয়েছে, শহরে পৌঁছে প্রথমে নেতাজি ভবনে যেতে পারেন প্রধানমন্ত্রী । সে ক্ষেত্রে জওহরলাল নেহরু রোড, এলগিন রোড দিয়ে তাঁর কনভয় যাতায়াত করবে । ফলে, সেইসব রাস্তাতেও যান নিয়ন্ত্রণ করা হতে পারে । প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সারা শহরে কুড়ি হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী যে জায়গাগুলিতে যাবেন সেখানে স্যান্ড বাঙ্কার এবং কুইক রেসপন্স টিম রাখা হয়েছে ৷ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নির্দিষ্ট কিছু জায়গায় ড্রোন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে ৷

ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ যদিও তার আগে দুপুর বারোটায় নেতাজির সম্মানে পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী ৷ শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রেড রোড পর্যন্ত রয়েছে এই পদযাত্রা ৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই 23 জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি করেছেন ৷ পাশাপাশি দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

অন্যদিকে ফরওয়ার্ড ব্লক এবং বসু পরিবারের একাংশের দাবি, 23 জানুয়ারি পালিক হোক 'দেশপ্রেম দিবস' হিসেবে ৷ নেতাজির প্রপৌত্র ও বিজেপি নেতা চন্দ্র কুমার বসুও এই দাবিকে সমর্থন করেছেন ৷

Last Updated : Jan 23, 2021, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.