ETV Bharat / state

Suspected IS Militant: বেকার যুবদের দলে টানার দায়িত্বে ছিল ধৃত সন্দেহভাজন আইএস জঙ্গি কুরেশি

author img

By

Published : Jan 10, 2023, 7:29 PM IST

Suspected IS Militant ETV Bharat
সন্দেহভাজন আইএস জঙ্গি কুরেশি

বেকার যুবক যুবতীদের দলে টানার দায়িত্বে ছিল ধৃত সন্দেহভাজন আইএস জঙ্গি কুরেশি (Suspected IS Militant)৷ তাকে জেরা করে এই তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা ৷

কলকাতা, 10 জানুয়ারি: আইসিস জঙ্গি সন্দেহে মধ্যপ্রদেশ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধৃত (Suspected IS Militant) কুরেশিকে প্রাথমিকভাবে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন গোয়েন্দারা । জানা গিয়েছে, বাংলার বেকার যুবক যুবতীদের জঙ্গি নাশকতামূলক ভাবাদর্শে আকৃষ্ট করা এবং তাঁদেরকে মগজ ধোলাই করে নিজেদের দলে টানাই উদ্দেশ্য ছিল কুরেশির । এর জন্যই কুরেশি বেছে নিয়েছিল শিক্ষিত যুবক সাদ্দামকে । এই সাদ্দামের মাধ্যমেই নিজেদের জঙ্গি সংগঠনের সেলগুলিকে মজবুত করার পাশাপাশি নতুন নতুন ছেলেমেয়েদের দলে টানার কাজ চালাত ধৃত কুরেশি ।

তদন্তে নেমে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata Police STF) গোয়েন্দারা জানতে পেরেছেন যে, দীর্ঘকাল ধরে কট্টরপন্থী ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এই আব্দুল রাকিব কুরেশি । সে দীর্ঘদিন ধরে ইসলামিক স্টেটের সদস্য, এমন তথ্য প্রমাণও পেয়েছেন এসটিএফ-এর গোয়েন্দারা । তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বরং একাধিক রাজ্যে জঙ্গি সংগঠন এবং সংগঠনের সদস্যদের চাঙ্গা করার দায়িত্বে ছিল কুরেশি ।

আরও পড়ুন: বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে সাদ্দামের গবেষণা দেখে হতবাক লালবাজারের গোয়েন্দারা

গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছেন, ধৃত সাদ্দাম 2019 সালে আট মাসের জন্য নয়ডায় গিয়ে তিন জনের মগজ ধোলাই করে এসেছিল । মূলত কুরেশির অঙ্গুলিহেলানে কাজ করত সাদ্দাম । কুরেশির লক্ষ্য ছিল, বাংলার বেকার যুবক-যুবতীদের জঙ্গি ভাবাদর্শে আকৃষ্ট করানো । এখন সঠিক কোন কোন যুবক যুবতী কুরেশি কিংবা সাদ্দামের সংস্পর্শে এসেছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফে বেশ কয়েকটি দল বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে । সেই সব রাজ্যের পুলিশের সঙ্গে তারা যৌথভাবে কাজ করছে বলে লালবাজার সুত্রে জানা গিয়েছে ।

সম্প্রতি সাদ্দাম ও তার সঙ্গী সৈয়দ মহম্মদ নামে দু’জনকে আইসিস জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF) ৷ আপাতত তারা এসটিএফের হেফাজতেই রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.