ETV Bharat / state

Sukanta-Amit on Abhishek: ভিড় থেকে শোনা গেল 'ভাইপো চোর', গাড়ি থেকে নেমে এলেন অভিষেক ; ভিডিয়ো পোস্ট বিজেপির

author img

By

Published : Jun 16, 2023, 8:16 AM IST

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ 'ভাইপো চোর' বলেছেন ৷ তারপরই গাড়ি থেকে নেমে চোরের খোঁজে যাচ্ছেন তিনি ৷ এমন একটি ভিডিয়ো শেয়ার করে কটাক্ষ করলেন অমিত মালব্য ও সুকান্ত মজুমদার ৷ লিখলেন, পরিবারের এমন বোকাবোকা আচরণ চলে ৷

কলকাতা, 16 জুন: কোনও একটি রাস্তা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছে ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গাড়ির দরজা থেকে শরীরের অর্ধেকটা বাইরে বের করে রেখেছিলেন ৷ হঠাৎ কেউ একজন 'ভাইপো চোর চোর' বলে চেঁচাতে থাকেন ৷ এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে তিনি কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তির সন্ধানে ছোটেন ৷ তৎপর হন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। এরকম একটি ভিডিয়ো পোস্ট করেছেন বিজেপির আইটিসেলের প্রধান অমিত মালব্য থেকে শুরু করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এই ঘটনাটি কোন জায়গার, তা উল্লেখ করেননি কেউ ৷ পাশাপাশি এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারতও ৷

  • Mamata Banerjee’s ‘nephew’, her undeclared successor and super CM of Bengal, was called ‘Chor’ by someone (this is not the first time he is called one) standing along the road he was driving on… It is hilarious how he got off his car and went looking for the person with his… pic.twitter.com/i2DXFEJzTA

    — Amit Malviya (@amitmalviya) June 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেকের এই ঘটনার ভিডিয়ো পোস্ট করার সঙ্গে অমিত মালব্য মনে করিয়ে দেন, একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 'জয় শ্রীরাম' ধ্বনি উচ্চারণ করার ফল কী হয়েছিল ৷ এখানে পরিবারের কথাও উল্লেখ করেন আইটিসেলের প্রধান ৷ মালব্য লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অঘোষিত উত্তরাধিকারী 'ভাইপো' এবং বাংলার সুপার মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে কেউ তাঁকে 'চোর' বলেছেন ৷ অদ্ভুত, তিনি কীভাবে গাড়ি থেকে নামলেন এবং তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে ওই লোকটির খোঁজে গেলেন ৷ কিন্তু নিশ্চিত ভাবে তাঁকে খুঁজে পাননি ৷

আরও পড়ুন: গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা

এরপরই তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 'জয় শ্রীরাম' ধ্বনি দেওয়ায় তিনি তাঁদের পিছনে ছুটেছিলেন ৷ অভিষেকের ঘটনা তারই পুনরাবৃত্তি ৷ পরিবারটিতে এরকম বালখিল্য আচরণ চলে বলে মমতা-অভিষেককে একযোগে কটাক্ষ করেছেন অমিত ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও একই ভিডিয়ো পোস্ট করে লেখেন, "ঔদ্ধত্য আর ক্ষমতার প্রদর্শন ৷ তাঁকে 'চোর' বলায় যদি এতটাই গায়ে লাগে, তাহলে ভাবুন বিজেপি প্রার্থী এবং কর্মীদের বিরুদ্ধে তণমূল কী ধরনের হিংসা চালায় !"

আরও পড়ুন: মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

উল্লেখ্য, একাধিকবার বিজেপির কর্মী-সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 'জয় শ্রীরাম' ধ্বনি দিচ্ছেন, এমন ঘটনা সামনে এসেছে ৷ এর জেরে কখনও তিনি মঞ্চে ওঠেননি কখনও আবার যারা এই ধ্বনি দিয়েছে তাদের সন্ধানে গাড়ি থেকে নেমেছেন ৷ 2019 সালে উত্তর 24 পরগনার ভাটপাড়া দিয়ে তাঁর কনভয় যাওয়ার সময় কয়েকজন 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকে ৷ তিনি গাড়ি থামিয়ে তাঁর নিরাপত্তারক্ষীদের ওই লোকগুলির খোঁজ করতে বলেছিলেন ৷ এছাড়া আরামবাগের কাছেও একবার এই ধরনের অভিজ্ঞতা হয় মমতার। 2021 সালে নেতাজির জন্মদিনে কেন্দ্রীয় সরকার আয়োজিত অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দর্শকাসন থেকেও জয় শ্রী রাম ধ্বনি ভেসে আসে। মমতা তখন সবে ভাষণ শুরু করতে যাবেন। সরকারি অনুষ্ঠানে এই ধরনের ঘটনার প্রতিবাদ করে সেদিন আরও কোনও কথা বললেনি মমতা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.