ETV Bharat / state

আজ ফের বিকাশ ভবনে নিয়োগের দাবিতে বৈঠক, মুখোমুখি শিক্ষামন্ত্রী ও চাকরিপ্রার্থীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 11:44 AM IST

Updated : Dec 22, 2023, 11:53 AM IST

Etv Bharat
Etv Bharat

Job Seekers to Meet Bratya Basu: গত 9 ডিসেম্বর চাকরিপ্রার্থীদের আন্দোলন 1000 দিনে পা দিয়েছে ৷ দ্রুত নিয়োগের দাবিতে দুই চাকরিপ্রার্থীর মাথা মুড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন সেদিন ৷ পুরুষ চাকরিপ্রার্থীরাও খালি গায়ে ধরনা মঞ্চে বসে প্রতিবাদে সামিল হন ৷ এমনই আবহে আজ ফের বিকাশ ভবনে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ৷

কলকাতা, 22 ডিসেম্বর: বৈঠকের পর বৈঠক হলেও শিক্ষাক্ষেত্রে নিয়োগের জট কাটছে না ৷ আজ, শুক্রবার ফের বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চাকরিপ্রার্থীরা। সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি চাকরিপ্রার্থীদের অনুরোধেই এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে । এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন চাকরি প্রার্থীরা ৷ সম্প্রতি ধরনা মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । সেখানে বসেই তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেছিলেন । এরপরই গত 11 ডিসেম্বর শিক্ষা মন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের একটি বৈঠক হয়। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন কুণাল। বৈঠক শেষে চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন, নিয়োগ নিয়ে তাঁরা আশার আলো দেখছেন ।

সেদিনই ফের একটি বৈঠকে বসার কথা ঠিক হয়েছিল । গত 10-12 দিনে নিয়োগ প্রক্রিয়ার কাজ কতটা এগিয়েছে তা নিয়ে বৈঠক হবে শুক্রবার ।
তবে 14 ডিসেম্বর এসএসসির সুপারনিউমেরিক পোস্টের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ ওই শুনানি না হলেও বৈঠকে বসবেন বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠক উপলক্ষে চাকরিপ্রার্থীদের সাত-প্রতিনিধির দল বিকাশ ভবনে আসবে ৷ এই প্রতিনিধি দলে থাকছেন অভিষেক সেন, শহিদুল্লাহ, রাসমণি পাত্র, মতিউর রহমান, পলাশ মণ্ডল, সঙ্গীতা নাগ এবং মিঠুন বিশ্বাস ।

প্রসঙ্গত, আগের দিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন লোকসভা ভোটের আগেই নিয়োগ হবে । তিনি আরও জানিয়েছিলেন, ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে কিছু করা যাবে না। তাই ভোট পর্যন্ত বিষয়টা গড়াতে দেওয়া যাবে না । কারণ এর সঙ্গে নির্বাচন, রাজনৈতিক দল এসব যুক্ত থাকলেও বিষয়টিকে ভোটের নিরিখে দেখা হচ্ছে না বলেই মন্ত্রী উল্লেখ করেন। শেষমেশ আজকের বৈঠকের পর পরিস্থিতি কী হয় সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিন, ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের
  2. মাথায় ঘট নিয়ে এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক 30 জন চাকরিপ্রার্থী
  3. যোগ্য হয়েও মেলেনি চাকরি, আন্দামান থেকে ধর্মতলার ধরনা মঞ্চে সুমিত্রা
Last Updated :Dec 22, 2023, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.