ETV Bharat / state

Saumitra Khan: করুণাময়ীকাণ্ডে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে চিঠি সৌমিত্র খাঁয়ের

author img

By

Published : Oct 21, 2022, 5:04 PM IST

বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ যেভাবে প্রাথমিকের চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের করুণাময়ী থেকে সরিয়ে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে (salt lake TET agitation) ৷ বিষয়টি নিয়ে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan writes letter to Union Education Minister ) ৷

ETV Bharat
Saumitra Khan on tet agitation

কলকাতা, 21 অক্টোবর: বৃহস্পতিবার মধ্যরাতে সল্টলেক করুণাময়ী থেকে প্রাথমিক টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ ৷ বিষয়টি নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি, সিপিএম ৷ রাতের বেলায় এই পুলিশি অভিযান নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারী থেকে নাগরিক সমাজের একাংশ, বিভিন্ন গণ-সংগঠনও (police action against TET Agitators) ৷

বিষয়টি নিয়ে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । শুক্রবার তিনি এই চিঠি লেখেন ৷ রাজ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই কথা এই চিঠিতে উল্লেখ করেছেন তিনি ৷ টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি প্রার্থীরা কর্মসংস্থানের কোনও নিশ্চয়তা পাচ্ছেন না, এই বিষয়টিতেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দৃষ্টি দেওয়ার অনুরোধ করেছেন তিনি ৷ যোগ্য প্রার্থীরা বছরের পর বছর ধরে এরাজ্যে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ তাঁর ৷

আরও পড়ুন: গভীর রাতে পুলিশি ধরপাকড় ! কালো ব্যাজ পরে প্রতিবাদ আন্দোলনকারীদের

এই চিঠিতে সৌমিত্র খাঁ আরও জানিয়েছেন, 2020 সাল থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা বারবার তাঁদের অভিযোগ এবং দাবিদাওয়া জানিয়ে আন্দোলন এবং বিক্ষোভ দেখিয়েছেন । তবে তৃণমূল সরকার এই বিষয় কোনও কর্ণপাত করেনি । পাশাপাশি গতকাল মাঝরাতে করুণাময়ীতে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রতিবাদে আন্দোলনে যেভাবে পুলিশি অভিযান চালানো হয়েছে, তারও নিন্দা করেছেন সৌমিত্র (Salt Lake TET Agitation) ৷ তাই যাতে চাকরিপ্রার্থীদের ন্যায্য বিচার পান সেই বিষয়টি নিশ্চিত করার আবেদন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন সৌমিত্র খাঁ । প্রয়োজনে রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে তলব করে জবাব চাওয়ার দাবিও ধর্মেন্দ্র প্রধানের কাছে করেছেন সৌমিত্র খাঁ (TET Agitation) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.