ETV Bharat / state

TET Agitation: গভীর রাতে পুলিশি ধরপাকড় ! কালো ব্যাজ পরে প্রতিবাদ আন্দোলনকারীদের

author img

By

Published : Oct 21, 2022, 4:20 PM IST

Updated : Oct 21, 2022, 4:55 PM IST

2014 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বৃহস্পতিবার গভীর রাতে করুণাময়ী থেকে তুলে দেয় পুলিশ (salt lake TET agitation) ৷ মহিলাদের কেন রাতে এভাবে ধরপাকড় করা হল সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা (protest against police action at Karunamoyee) ৷

ETV Bharat
saltlake TET Agitation

কলকাতা, 21 অক্টোবর: বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের সঙ্গে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি ঘিরে রণক্ষেত্রের আকার ধারণ করেছিল সল্টলেকের করুণাময়ী এলাকা (salt lake TET agitation) । রাতের অন্ধকারে পুলিশের এই অভিযান ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হচ্ছে আন্দোলনরত মহিলাদের তরফে ৷

অভিযোগ, পুলিশি ধরপাকড়ে যাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁদেরও প্রাথমিক কিছু চিকিৎসা করে গভীর রাতে শিয়ালদহ স্টেশন চত্বরে নামিয়ে দেওয়া হয় । বৃহস্পতিবার রাতে 2014 প্রাথমিক টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বলপূর্বক করুণাময়ীর আন্দোলনস্থল থেকে সরিয়ে দেয় ৷ তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ ।

আরও পড়ুন: রাতভর 'নিখোঁজ' থাকার পর সন্ধান মিলল তিন চাকরিপ্রার্থীর

গভীর রাতে কেন আন্দোলন তুলে দেওয়ার নামে মহিলাদের গায়ে পুলিশ হাত দিল, সেই প্রশ্ন তুলেছেন । শুক্রবার সকাল থেকে ফের মাতঙ্গিনী হাজরার পাদদেশে নিজেদের ধরনা মঞ্চে অবস্থান বিক্ষোভে বসেন চাকরিপ্রার্থীরা (TET Agitators in protest) । পিয়ালি গুছায়িত নামে অবস্থানরত এক চাকরিপ্রার্থীর অভিযোগ, "ওখান থেকে আমাদের পশুর মতো টেনে হিঁচড়ে গাড়িতে তুলে বিধাননগরের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হচ্ছিল । তারপর রাত 2.50 মিনিট নাগাদ আমাদের প্রায় 14 জন মেয়েকে শিয়ালদহ স্টেশন চত্বরে ছেড়ে দেওয়া হয় । আমরা নিরাপত্তার প্রশ্ন তুললে আমাদের আন্দোলনের কথা বলেন তাঁরা । যাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে দুর্ব্যবহার করা হয় । ওই গভীর রাতে প্রাথমিক চিকিৎসা করেই আমাদের ছেড়ে দেওয়া হয় । রাতে ওরকম একটা জায়গায় যদি আমাদের কিছু হতো তাহলে তার দায় কে নিত ?"

গভীর রাতে কেন পুলিশি ধরপাকড়, কালো ব্যাজ পরে প্রতিবাদে আন্দোলনকারীরা

আরও পড়ুন: এসএফআই- ডিওয়াইএফআইয়ের মিছিল ঘিরে তুলকালাম করুণাময়ীতে

বৃহস্পতিবার রাতের করুণাময়ী কাণ্ডের প্রতিবাদে শুক্রবারই পথে নেমেছে বিরোধীরা ৷ একাধিক গণ-সংগঠন, ছাত্র সংগঠনের তরফের প্রতিবাদ কর্মসূচির ঢাক দেওয়া হয়েছে ৷ কালো ব্যাজ পরে নতুন প্রতিবাদ চালাচ্ছেন আন্দোলনকারীরাও (protest against police action at Karunamoyee) ৷

Last Updated : Oct 21, 2022, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.