ETV Bharat / state

WB Ration Dealers অতিরিক্ত পাঁচ হাজার টাকা কমিশনেও খুশি নন রেশন ডিলাররা

author img

By

Published : Aug 18, 2022, 11:00 PM IST

ETV Bharat
অতিরিক্ত পাঁচ হাজার টাকা কমিশনেও খুশি নন রেশন ডিলাররা

দুয়ারে রেশনে (Duare Ration) ডিলারদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। তাতে অতিরিক্ত কমিশন হিসেবে প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেবে রাজ্য ৷ কিন্তু এতেও সন্তুষ্ট নন রেশন ডিলাররা ৷ যা নিয়ে শীঘ্রই বৈঠক ডেকেছে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন (Ration Dealers Association) ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে ৷

কলকাতা, 18 অগস্ট: দুয়ারে রেশন (Duare Ration) চালু করলেও কমিশন নিয়ে রেশন ডিলারদের ক্ষোভ ছিল দীর্ঘদিনের। এবার হয়তো বদলাবে, এমনটাই ভেবেছিল রাজ্য ৷ বৃহস্পতিবারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হল কুইন্টাল পিছু 75 টাকা কমিশনের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে প্রত্যেক ডিলারকে কমিশন দেওয়া হবে। একইসঙ্গে দেওয়া হবে মেন্টেনেন্সও ৷ কিন্তু এতেও খুশি নন রেশন ডিলাররা ৷

এদিন এ প্রসঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (Minister of State for Finance) চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) মন্ত্রিসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "রাজ্যের 21 হাজার রেশন ডিলারের সহযোগিতায় 9 কোটি 25 লাখ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে । রেশন ডিলারদের সহযোগিতা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে । দুয়ারে রেশন প্রকল্প রূপায়ণের জন্য ডিলারদের কুইন্টাল পিছু 75 টাকা কমিশন দেওয়া হত । তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ ফিক্সড কমিশন হিসাবে অতিরিক্ত 5 হাজার টাকা দেওয়া হবে । সেইসঙ্গে তাঁর আরও ঘোষণা, এবার থেকে 0.2 শতাংশ হারে হ্যান্ডলিং কস্ট দেওয়া হবে । অর্থাৎ রেশন বিলি বা আনা নেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট হয়, তারই ক্ষতিপূরণ হিসাবে একটি অংশ এবার রেশন ডিলারদের দেওয়া হবে।

আরও পড়ুন: শিল্পে 600 কোটির বিনিয়োগ আসছে রাজ্যে, 4 হাজার কর্মসংস্থানের ঘোষণা সরকারের

পালটা এই সিদ্ধান্ত শোনার পর রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, সরকারের এই ঘোষণায় তারা খুশি নয় ৷ আগে 1 কুইন্টাল 600 গ্রাম মেন্টেনেন্স হিসাবে ডিলারদের দেওয়া হতো ৷ এদিন যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে তাতে বাস্তবে রেশন ডিলারদের জন্য ক্ষতিপূরণ আরও কমে গেল ৷ এই অবস্থায় তাঁরা এনিয়ে শীঘ্রই বৈঠক ডেকেছেন ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে ৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন বাস্তবায়িত করতে গিয়ে ডিলারদের সঙ্গে বারে বারে সংঘাতের ঘটনা ঘটেছে । অখুশি রেশন ডিলাররা আদালত পর্যন্ত যেতে দ্বিধা করেননি । কিন্তু পুরো বিষয়টি আলোচনার ভিত্তিতে মিটিয়ে এই প্রকল্প চালু রেখেছে রাজ্য সরকার । অবশেষে অতিরিক্ত কমিশন হিসেবে পাঁচ হাজার টাকা এবং ক্ষতিপূরণ হিসাবে 0.2 শতাংশ দিয়ে ক্ষোভ প্রশমনের চেষ্টা করল রাজ্য সরকার । কিন্তু এতেও পুরোপুরি ক্ষোভ মেটানো গেল না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.