ETV Bharat / state

Hilsa Price in Kolkata: খুচরো বাজারে এল বাংলাদেশের ইলিশ, কেজি প্রতি বিকোচ্ছে দেড় হাজার টাকায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 7:52 PM IST

Updated : Sep 24, 2023, 10:59 PM IST

Etv Bharat
কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ

প্রথম ধাপে ইতিমধ্যেই কলকাতার বাজারে এসে পৌঁছেছে 40 টন বাংলাদেশের ইলিশ ৷ তবে তার দাম কেমন ? কী বলছেন ক্রেতা থেকে বিক্রেতারা ? কতটা খুশি তাঁরা ? মানিকতলার রবিবারের বাজার ঘুরে দেখল ইটিভি ভারত ৷

কলকাতার বাজারে কেমন দাম ইলিশের ?

কলকাতা, 24 সেপ্টেম্বর: পুজোর মুখে খুশি ইলিশ প্রেমীরা । কারণ বেশ কয়েক দফায় বাংলাদেশের ইলিশ আসবে রাজ্যে । তার প্রথম দফায় ইতিমধ্যেই প্রায় 40 টন ইলিশ এসে গিয়েছে রাজ্যে । কলকাতা ও হাওড়া-সহ আশপাশের জেলায় খুচরো মাছ বাজারে এখন মিলছে পদ্মা ও মেঘনার রূপালি শস্য । তবে তা বিকোচ্ছে চড়া দামে । মধ্যবিত্তের নাগালের বাইরে । তাই পদ্মার ইলিশ আসার খবরে হাসি যত চওড়া হয়েছিল দামের ছ্যাঁকায় সব কেমন যেন ফ্যাকাসে হয়ে গিয়েছে । তবে অন্যদিকে, আবার দাম যতই হোক একাংশ বেশ তৃপ্তি করেই কিনছেন ।

দক্ষিণের যদুবাবুর বাজার, গড়িয়াহাট বাজার, বিজয়গড় বাজার কিংবা উত্তরের মানিকতলা বাজারের সর্বত্রই এখন মাছের দোকানে শুধুই ইলিশ । উত্তর হোক বা দক্ষিণ বাংলাদেশের ইলিশ 1 থেকে দেড় কেজি ওজনের প্রতি কেজি দাম 1 হাজার 800 থেকে 2 হাজার টাকা । 700-900 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি 1 হাজার 400 থেকে 1 হাজার 600 টাকায় বিক্রি হচ্ছে ।

বাংলাদেশ থেকে ভারতে পুজোর আগে কয়েকদফায় প্রায় 3 হাজার টন ইলিশ আসবে । দু'দিন আগে পেট্রাপোল সীমান্ত দিয়ে তার প্রথম ধাপে 40 টন ইলিশ এসেছে । ফলে বাজারে ইলিশ মিললে দাম এখন আকাশছোঁয়া । মানিকতলা বাজারের মাছ বিক্রেতা প্রদীপ মণ্ডলের কথায়, "মাছের দাম অত্যন্ত বেশি । এক কেজি ওজনের মাছ আমাদের কেনা দাম পড়ে যাচ্ছে 1 হাজার 400 থেকে 1 হাজার 500 টাকার বেশি । ফলে বাজারে এনে সেই মাছ সহজে বিক্রি করতে পারছি না ।"

ক্রেতাদের অনেকেরই ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না । বেশিরভাগ দোকানেই মাছ পড়ে আছে । আরও কয়েকবার মাছ আসার পর যদি দাম কমে । মাছের দাম কমলে তবেই চলবে । ক্রেতা নিমাই দাস বলেন, "প্রচুর বাংলাদেশের ইলিশ এসেছে শুনে বাজারে এসে ঘুরে দেখলাম । রবিবার কেজি খানেক কিনলাম । প্রচুর দাম ।" আরও এক ক্রেতার কথায়, "বাংলাদেশের ইলিশ খাব বলেই এলাম । দাম খুব বেশি ৷ 1 কেজি 250 গ্রাম নিলাম 2 হাজার টাকা দিয়ে । দাম কমলেও অনেকেই খেতে পারবেন । আমরাও বেশি দিন খেতে পারি ।"

আরও পড়ুন : শহরে ঢুকল পদ্মার ইলিশ, রূপোলি শষ্য কিনতে কত খসবে পকেট থেকে?

Last Updated :Sep 24, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.