ETV Bharat / state

Prashant Kishor : অমরিন্দরের উপদেষ্টার পদ ছাড়লেন প্রশান্ত কিশোর

author img

By

Published : Aug 5, 2021, 10:38 AM IST

Updated : Aug 5, 2021, 1:00 PM IST

ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর
ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের (Amarinder Singh) মুখ্য উপদেষ্টার (Principal Advisor) পদ ছাড়লেন ভোট-কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ 2022-এ বিধানসভা নির্বাচন ৷ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন জয়ের নেপথ্যে ম্যাজিক ম্যান প্রশান্তের এই পদত্যাগ ঘিরে প্রশ্ন উঠছে ৷

চণ্ডীগড়, 5 অগস্ট : ইস্তফা দিলেন ভোট-কুশলী (Poll Strategist) প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের (Amarinder Singh) মুখ্য উপদেষ্টার (Principal Advisor) পদ থেকে ইস্তফা দিয়ে চিঠি দিয়েছেন তিনি ৷

চিঠিতে তিনি জানিয়েছেন, "আপনি জানেন, আমি এই ভূমিকা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ তাই আপনার মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারব না ৷ ভবিষ্যতে আমি কী করব, তা নিয়ে আমায় পরিকল্পনা করতে হবে, তাই আপনাকে অনুরোধ করছি আমায় এই দায়িত্বভার থেকে মুক্তি দিন ৷ আমায় এই পদে নির্বাচিত করার জন্য আপনার কাছে কৃতজ্ঞ ৷"

আরও পড়ুন : ভোট কুশলী হিসাবে প্রশান্ত কিশোর রোল মডেল, দরাজ প্রশংসা কল্যাণের

2022-এ পঞ্জাবের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং তাঁকে মুখ্য উপদেষ্টার (Principal Advisor) পদে নিয়োগ করেন ৷ এমনকি মুখ্যমন্ত্রী এ নিয়ে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ৷ কিন্তু তার এই নিয়োগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, এমনকি জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট অবধি ৷

একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট-কুশলী হয়ে কাজ করা আর তৃণমূল নেত্রীর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার ঘটনা আজ সর্বজনবিদিত ৷ 2 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি সাংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ভোট-কুশলীর কাজ ছাড়ার কথা বলেছিলেন ৷ আর এবার থেকে তাঁর আই-প্যাক (I-PAC, Indian Political Action Committee) দল এই কাজ সামলাবে বলে জানিয়েছিলেন ৷ কিন্তু তারপরও তিনি এনসিপি নেতা শরদ পাওয়ার, কংগ্রেসের রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করেছেন ৷ সম্প্রতি পঞ্জাব কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এই অবস্থায় তাঁর পদত্যাগ ঘিরে তাই প্রশ্ন উঠছে ৷

Last Updated :Aug 5, 2021, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.