ETV Bharat / state

ভোট মিটতেই অগ্নিকাণ্ডে সর্বহারাদের ভুলেছে প্রশাসন, বন্ধ খাবার-বিদ্যুৎ সংযোগ - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 4:46 PM IST

Updated : May 17, 2024, 4:53 PM IST

Fire in Malda Ratua: ভোটের সাতদিন আগে এক অগ্নিকাণ্ডে মাথার ছাদ-সহ সব হারিয়েছিলেন রতুয়ার 70টি পরিবারের মানুষজন ৷ তখন নির্বাচনী আবহে নেতা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে খাবার ও বিদ্যুতের ব্যবস্থা করে ৷ কিন্তু 7 মে ভোট মিটতেই তাদের আর দেখা নেই ৷ খাবার দেওয়াও বন্ধ হয়ে গিয়েছে, নেই বিদ্য়ুৎ সংযোগও ৷

Malda Ratua Fire
রতুয়ায় অগ্নিকাণ্ডে সর্বহারা পরিবারগুলির বর্তমান অবস্থা (নিজস্ব ছবি)

অগ্নিকাণ্ডে সর্বহারা রতুয়ার 70টি পরিবারের বর্তমান অবস্থা (নিজস্ব প্রতিনিধি)

মালদা, 17 মে: ভোট মিটেছে ৷ ওঁদের প্রয়োজনও তাই ফুরিয়েছে ৷ ভোট শেষ হতেই তাই বন্ধ হয়েছে খাবার, বিদ্যুতের সংযোগ ৷ নেতা-মন্ত্রীদের সময় নেই, প্রয়োজন নেই সরকারি কর্তাদেরও ৷ সবার কাছেই তাঁরা যেন 'উটকো আপদ' ৷ তাই কাঠফাটা গরমে গনগনে ত্রিপলের নীচেই ছেলেমেয়ে নিয়ে দিন কাটাচ্ছেন তাঁরা ৷

এই মানুষগুলি রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা ৷ গত 1 মে'র দুপুরে আগুনে ছাই হয়ে গিয়েছিল এখানকার প্রায় 70টি পরিবারের সর্বস্ব ৷ আগুন সেদিনই নিভে গিয়েছে ৷ কিন্তু তার দগদগে ঘা বয়ে নিয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মানুষ ৷ সেদিন চোখের সামনে ছাই হতে দেখেছিলেন ঘরের যাবতীয় কিছু ৷ সেই খবর চাউর হতেই যেন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল রাজনৈতিক দলগুলির মধ্যে ৷ কে আগে দুর্গতদের কাছে পৌঁছোবে, পাশে থাকার বার্তা দেবে, তা নিয়ে শুরু হয়েছিল তৎপরতা ৷ ভোটের মুখে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পরিবারগুলি যাতে ভোটদান থেকে সরে না যায়, তার জন্য তৎপরতা তুঙ্গে উঠেছিল ৷ ব্লক প্রশাসনের তরফে দুর্গতদের খাবার দেওয়া শুরু হয়, দেওয়া হয়েছিল অস্থায়ী বিদ্যুৎ সংযোগ ৷ সব কাজই হয়েছিল চোখের পলকে ৷

কিন্তু 7 মে ভোট মিটতেই রাজনীতি ও প্রশাসনের দু'মুখো নীতি দেখতে পাচ্ছেন একসময় গঙ্গা ভাঙনে ভিটেছাড়া জঞ্জালিটোলার বাসিন্দারা ৷ তাঁরাই বলরামপুরে অস্থায়ী বসতি নির্মাণ করেছেন ৷ তাঁদের একজন সুকুমার মণ্ডল বলেন, "আমাদের আর কিছুই নেই ৷ সব হারিয়ে ত্রিপলের নীচে বসবাস করছি ৷ ভোটের আগে আগুন লাগার পর সবাই এসেছিল ৷ নেতা-মন্ত্রী তো বটেই, এসেছিলেন বিডিও নিজেও ৷ তাঁরা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন ৷ বিডিও নিজে আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন ৷ বিদ্যুতের ব্যবস্থাও হয়েছিল ৷ কিন্তু ভোটের পরদিন থেকে সব বন্ধ ৷ বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে ৷ পরবর্তীতে কেউ আসেনি, কেউ খোঁজও নেয়নি ৷ কোনওরকমে ভোটটা দিয়েছি ৷ লাইট-ফ্যান নেই ৷ এই গরমে ত্রিপলের নীচে থাকা যায় না ৷ তাই মাঝেমধ্যে ত্রিপলের নীচ থেকে বেরিয়ে এসে গাছতলায় বসতে হচ্ছে ৷"

আরেক দুর্গত মমতা মণ্ডলের কথায়, "সেদিন ঘর থেকে কিছুই বের করতে পারিনি ৷ একমাত্র শরীরের পোশাকটা ছাড়া সব জ্বলে গিয়েছে ৷ এখন বাচ্চাদের নিয়ে ত্রিপলের তলাতেই থাকছি ৷ ভোটের আগে খাবার দিয়েছিল ৷ ভোট পেরোতেই খাবার বন্ধ ৷ বিদ্যুতের সংযোগও কেটে দিয়েছে ৷ শুধু একটি করে ত্রিপল দিয়েছে ৷ ভোটের পর কেউ এলাকায় আসেননি ৷ নেতা-মন্ত্রী, বিডিও কিংবা কোনও সরকারি কর্মীকে এখানে আর দেখা যায়নি ৷ আমরা চাই, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক ৷"

ছুটিতে রয়েছেন রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পো ৷ ফোন না ধরায় এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে বিষয়টি নিয়ে মহকুমাশাসক নীতিন সিংহানিয়া জানান, ভোটের পরের দিনই তাদের বিদ্যুৎ সংযোগ ও যাবতীয় সুবিধা নিয়ে নেওয়া হয়নি ৷ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো সুবিধাগুলো পাওয়া যায় ৷ তবে বিডিওকে আবার জানানো হবে বিষয়টি ৷ চিন্তার কিছু নেই, প্রশাসন ওদের পাশে থাকবে ৷ ওদের বাড়ি তৈরির টাকাও যত দ্রুত সম্ভব দেওয়ার ব্যবস্থা হচ্ছে ৷

আরও পড়ুন :

  1. আগুনে পুড়ে ছাই পরিচয়পত্র, ভোট দিতে পারবেন কি 'সর্বহারা'র দল ?
  2. ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 70টি ঘর, মৃত্যু এক প্রৌঢ়ার
  3. বেহাল রাস্তা, ভোট বয়কট হবিবপুরের গ্রামবাসীদের
Last Updated : May 17, 2024, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.