ETV Bharat / health

শিশুদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপের সমস্যা ! নিয়ন্ত্রণে রাখুন চিকিৎসকের পরামর্শে - WORLD HYPERTENSION DAY

author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 3:20 PM IST

Young Hypertension: ইয়ং হাইপারটেনশনের সমস্যা এখন চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের মধ্যে ৷ কারণ, বর্তমানে শিশুদের মধ্যেও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়েছে ৷ কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন এই স্বাস্থ্য সমস্যা ? কীভাবে সুস্থ রাখবেন শিশুদের ? এই আজ বিশ্ব হাইপারটেনশন দিবসে জেনে নিন এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত ৷

WORLD HYPERTENSION DAY News
শিশুদের মধ্যে বাড়ছে ইয়ং হাইপারটেনশন (নিজস্ব চিত্র)
স্ট্রেসের কারণে ছোটদের দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপের সমস্যা, কী বলছেন চিকিৎসক (ইটিভি ভারত)

কলকাতা, 17 মে: শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা নতুন নয় ৷ বর্তমানে উচ্চ রক্তচাপের প্রবনতা বাড়ছে ছোটদের মধ্যে । এ নিয়ে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন ! কেন না, একরত্তিদের এই উচ্চ রক্তচাপের নেপথ্যে একটা বড় অংশের ক্ষেত্রেই জিনগত বংশগতির কোনও লক্ষণই চোখে পড়েনি চিকিত্‍সকদের ৷ উল্টে দেখা গিয়েছে, তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রভাবই এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে ৷ বিশ্ব রক্তচাপ দিবসে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা ।

অত্যধিক স্ট্রেসের কারণে ছোটদের মধ্যেই দেখা যাচ্ছে এই উচ্চ রক্তচাপের সমস্যা, যাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় 'ইয়ং হাইপারটেনশন' । তবে শুধু স্ট্রেস নয়, এর জন্য সমানভাবে দায়ী দূষণ ও বর্তমান লাইফস্টাইল । এমনকি এই ইয়ং হাইপারটেনশনের সমস্যা দেখা যায় 14 থেকে 17 বছর বয়সিদের মধ্যেও ।

হাইপারটেনশন কী ?

হৃদরোগ বিশেষজ্ঞ (ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট) চিকিৎসক প্রসূন হালদার বলেন, "যখন আর্টারির (ধমনী) ভেতর দিয়ে যখন রক্ত যায় সেই সময় ধমনীর দেওয়ালে একটা চাপ সৃষ্টি করে । আমাদের কাছে এর একটা নির্দিষ্ট পরিমাপ আছে । সেই চাপ যদি তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে । এই উচ্চ রক্তচাপের সমস্যা বোঝার বেশ কিছু লক্ষণ আছে । যেগুলি হল, অসহ্য মাথা যন্ত্রনা, একটু আওয়াজজেই মাথা ধরে যাওয়া, বুকে যন্ত্রনা, মাঝে মধ্যেই নাক থেকে রক্ত বের হওয়া, ক্লান্তি ভাব এবং দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া ।"

চিকিৎসকের কথায়, এই সমস্যা অত্যন্ত ভয়াবহ ! যদি ঠিক সময় চিকিৎসা না করা হয়, তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে । তাছাড়া, এই রোগের ফলে স্ট্রোক এবং আনুসাঙ্গিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় । ফলে এই রোগের যথাযথ চিকিৎসা সময় মতো শুরু করা দরকার । কিন্তু, বর্তমান যুগে দাঁড়িয়ে এই চিকিৎসা কীভাবে সম্ভব ? ডাঃ হালদার জানান, এর জন্য প্রথমেই জীবনযাত্রায় বেশ কিছু বদল আনা জরুরি । এই বদলের অর্থ হল, কম কার্বোহাইড্রেট, লবণ জাতিয় খাবার নির্দিষ্ট মাত্রায় খেতে হবে । কম ফ্যাট জাতিয় খাবার তার সঙ্গে রোজ নিয়ম করে ব্যায়াম করতে হবে । তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ঘুম, অত্যাধিক স্ট্রেস এড়িয়ে চলা দরকার । তার সঙ্গে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ।

আরও পড়ুন:

  1. ইন্সট্যান্ট নুডলস শরীরের জন্য ক্ষতিকর ? কী বলছেন বিশেষজ্ঞরা
  2. পাইলসে কষ্ট পাচ্ছেন ? মেনে চলতে পারেন কয়েকটি টিপস
  3. রোজ কখন, কতটা চা-কফি খাওয়া উচিত, কী বলছে

স্ট্রেসের কারণে ছোটদের দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপের সমস্যা, কী বলছেন চিকিৎসক (ইটিভি ভারত)

কলকাতা, 17 মে: শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা নতুন নয় ৷ বর্তমানে উচ্চ রক্তচাপের প্রবনতা বাড়ছে ছোটদের মধ্যে । এ নিয়ে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন ! কেন না, একরত্তিদের এই উচ্চ রক্তচাপের নেপথ্যে একটা বড় অংশের ক্ষেত্রেই জিনগত বংশগতির কোনও লক্ষণই চোখে পড়েনি চিকিত্‍সকদের ৷ উল্টে দেখা গিয়েছে, তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রভাবই এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে ৷ বিশ্ব রক্তচাপ দিবসে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা ।

অত্যধিক স্ট্রেসের কারণে ছোটদের মধ্যেই দেখা যাচ্ছে এই উচ্চ রক্তচাপের সমস্যা, যাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় 'ইয়ং হাইপারটেনশন' । তবে শুধু স্ট্রেস নয়, এর জন্য সমানভাবে দায়ী দূষণ ও বর্তমান লাইফস্টাইল । এমনকি এই ইয়ং হাইপারটেনশনের সমস্যা দেখা যায় 14 থেকে 17 বছর বয়সিদের মধ্যেও ।

হাইপারটেনশন কী ?

হৃদরোগ বিশেষজ্ঞ (ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট) চিকিৎসক প্রসূন হালদার বলেন, "যখন আর্টারির (ধমনী) ভেতর দিয়ে যখন রক্ত যায় সেই সময় ধমনীর দেওয়ালে একটা চাপ সৃষ্টি করে । আমাদের কাছে এর একটা নির্দিষ্ট পরিমাপ আছে । সেই চাপ যদি তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে । এই উচ্চ রক্তচাপের সমস্যা বোঝার বেশ কিছু লক্ষণ আছে । যেগুলি হল, অসহ্য মাথা যন্ত্রনা, একটু আওয়াজজেই মাথা ধরে যাওয়া, বুকে যন্ত্রনা, মাঝে মধ্যেই নাক থেকে রক্ত বের হওয়া, ক্লান্তি ভাব এবং দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া ।"

চিকিৎসকের কথায়, এই সমস্যা অত্যন্ত ভয়াবহ ! যদি ঠিক সময় চিকিৎসা না করা হয়, তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে । তাছাড়া, এই রোগের ফলে স্ট্রোক এবং আনুসাঙ্গিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় । ফলে এই রোগের যথাযথ চিকিৎসা সময় মতো শুরু করা দরকার । কিন্তু, বর্তমান যুগে দাঁড়িয়ে এই চিকিৎসা কীভাবে সম্ভব ? ডাঃ হালদার জানান, এর জন্য প্রথমেই জীবনযাত্রায় বেশ কিছু বদল আনা জরুরি । এই বদলের অর্থ হল, কম কার্বোহাইড্রেট, লবণ জাতিয় খাবার নির্দিষ্ট মাত্রায় খেতে হবে । কম ফ্যাট জাতিয় খাবার তার সঙ্গে রোজ নিয়ম করে ব্যায়াম করতে হবে । তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ঘুম, অত্যাধিক স্ট্রেস এড়িয়ে চলা দরকার । তার সঙ্গে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ।

আরও পড়ুন:

  1. ইন্সট্যান্ট নুডলস শরীরের জন্য ক্ষতিকর ? কী বলছেন বিশেষজ্ঞরা
  2. পাইলসে কষ্ট পাচ্ছেন ? মেনে চলতে পারেন কয়েকটি টিপস
  3. রোজ কখন, কতটা চা-কফি খাওয়া উচিত, কী বলছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.