ETV Bharat / state

Paresh Rawal Comment Row: পরেশ রাওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু, সেলিমকে জানাল কলকাতা পুলিশ

author img

By

Published : Dec 3, 2022, 7:55 PM IST

ETV Bharat
md salim tweets

অভিনেতা পরেশ রাওয়ালের মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তালতলা থানার পুলিশ (Kolkata Police starts investigation against paresh rawal on basis of MD Salim complain) ৷

কলকাতা, 3 ডিসেম্বর: গুজরাতে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে বাঙালিদের মাছ খাওয়া নিয়ে মন্তব্য করে বেকায়দায় পড়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়াল ৷ নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেও এখনও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি (Paresh Rawal Comment Row) ৷ থানায় অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ অভিযোগ, পরেশের (Paresh Rawal) বক্তব্য়ে শুধু বাঙালি বিরোধিতাই প্রকাশ পায়নি, তিনি বাঙালির খাদ্যাভ্যাস ও মৎস প্রীতি নিয়েও অপমানজনক কথাবার্তা বলেছেন । এই প্রেক্ষিতে পরেশ রাওয়ালের বিরুদ্ধে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তালতলা থানা ৷

পরেশের মন্তব্যের ভিডিয়ো পাঠিয়ে তালতলা থানায় অভিযোগপত্র পাঠিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন মহম্মদ সেলিম (MD Salim files complain against Paresh Rawal) । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে তালতলা থানার তরফে ই-মেলে জানানো হয়েছে তাঁকে ৷ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । তার মধ্যে রয়েছে দাঙ্গায় প্ররোচনা দেওয়া এবং জনসমাজে বিভাজন করে উপদ্রব তৈরির চেষ্টার মতো গুরুতর অভিযোগের ধারা । টুইট করে এই কথা জানিয়েছেন মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন: বাঙালিদের নিয়ে পরেশের মন্তব্যের প্রতিবাদে সরব তৃণমূল, থানায় অভিযোগ সিপিএমের

এই প্রসঙ্গে ইটিভি ভারতকে মহম্মদ সেলিম বলেন,"কলকাতা পুলিশের ই-মেল আমি পেয়েছি । যে ধারায় মামলা করা হয়েছে, তাতে কলকাতা পুলিশের উচিত এখনই পরেশ রাওয়ালকে ধরে আনা । কিন্তু, আমার মনে হয় না তারা সেটা করবে । তবুও, এক সপ্তাহ দেখব কলকাতা পুলিশ কতদূর কী করে । না হলে তো কোর্টের দরজা খোলা আছে ।" এদিকে কলকাতা পুলিশের তরফেও মামলা গ্রহণ ও তদন্ত শুরুর কথা স্বীকার করে নেওয়া হয়েছে (Kolkata Police starts investigation against paresh rawal on basis of MD Salim complain)।

সেলিম তাঁর অভিযোগপত্রে লিখেছেন, "এমন ভাষণ দেওয়া হয় হিংসায় প্ররোচনা দিতে । বাঙালিদের সঙ্গে অন্যদের সম্পর্ক বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এমন মন্তব্যে । জনসমাজে অশান্তি ডেকে আনা হয় এভাবে ।" তাঁর আরও দাবি,"এমনভাবে বলা হয়েছে যেন বাঙালি মানেই বিদেশ থেকে অনুপ্রবেশকারী । যেন অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থাকলেই কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ানো যায় । ঠিক এই মনোভাবই দেখা যাচ্ছে । সোশাল মিডিয়ায় এই বক্তৃতার ভিডিও প্রকাশিত হয়েছে । সেখানে বহু মন্তব্যে এমনই বিদ্বেষ দেখা যাচ্ছে ।" অভিযোগ পত্রে তিনি মনে করিয়েছেন যে বাঙালিরা পশ্চিমবঙ্গের সীমানার বাইরেও বিভিন্ন জায়গায় কর্মরত । তাঁরা এই বিদ্বেষের শিকার হতে পারেন সেই আশঙ্কাও রয়েছে (Paresh Rawal comment against Bengali) ৷

উল্লেখ্য, সম্প্রতি গুজরাত বিধানসভা ভোটের প্রচারে গিয়ে পরেশ রাওয়াল বলেন,"গ্যাসের দাম বাড়লেও ভবিষ্যতে তা কমবে ৷ মানুষ চাকরিও পাবে ৷ কিন্তু দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা যদি আপনার প্রতিবেশী হয় তাহলে কী হবে ! গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন ? প্রতিবেশী হওয়া বাঙালিদের জন্য মাছ ভাজবেন ?" পরে যদিও তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পরেশ রাওয়াল ৷ বলেছেন বাংলাদেশের অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তিনি বোঝাতে চেয়েছেন ৷ তবে এতে বিতর্কের অবসান হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.