ETV Bharat / state

বাড়ছে সংক্রমণ, বাতিল পূর্ব রেলের প্রায় 70 টির বেশি লোকাল

author img

By

Published : Apr 30, 2021, 9:20 PM IST

তবে শিয়ালদা থেকে হাওড়া সেকশনে সংক্রমণের হার কিছুটা কম বলে জানা গিয়েছে । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চৌধুরী এ বিষয়ে বলেন, "আমরা বারবার সমস্ত যাত্রীদের অনুরোধ করছি তাঁরা যেন অপ্রয়োজনে ট্রেনে যাতায়াত না করেন ।"

বাতিল পূর্ব রেলের প্রায় 70 টির বেশি লোকাল
বাতিল পূর্ব রেলের প্রায় 70 টির বেশি লোকাল

কলকাতা, 30 এপ্রিল : করোনায় আক্রান্ত পূর্ব রেলের প্রায় 750 কর্মী । আজ পূর্ব রেলের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে ।

জানা গিয়েছে, শিয়ালদা সেকশনের চালক, কর্মী ও গার্ড সহ প্রায় 750 জনেরও বেশি কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই কারণে আজ প্রায় 70 টির বেশি লোকাল ট্রেনই বাতিল হয়ে যায় । তবে শিয়ালদা থেকে হাওড়া সেকশনে সংক্রমণের হার কিছুটা কম বলে জানা গিয়েছে । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চৌধুরী এ বিষয়ে বলেন, "আমরা বারবার সমস্ত যাত্রীদের অনুরোধ করছি তাঁরা যেন অপ্রয়োজনে ট্রেনে যাতায়াত না করেন । খুব প্রয়োজন না পড়লে তাঁরা যেন বাড়ি থেকে না বেরোন । কারণ যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে । এর ফলে যাত্রী সংখ্যা বেশ কিছুটা কম হয়েছে ।"

পাশাপাশি তিনি আরও জানান, " আমরা একটি বিষয় নিশ্চিত করেছি তা হল, যেহেতু দূরপাল্লা বা মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে চার-পাঁচ মাসের একটা বুকিংয়ের ব্যাপার থাকে, সেই জন্য কোনও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়নি । কম সংখ্যক কর্মী দিয়ে দূরপাল্লার ট্রেন চলবে ৷ সেই কারণে কিছু নন পিক আওয়ারে লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে । তবে শিয়ালদা সেকশনের তুলনায় হাওড়া সেকশনে সংক্রমণের হার অনেকটাই কম।

আরও পড়ুন : আংশিক লকডাউনের পথে রাজ্য, জারি নয়া নির্দেশিকা

হাওড়া সেকশনের যেহেতু একটি ইন্টারলকিং এর কাজ চলছে তাই 20 টির মতো লোকাল ট্রেন বাতিল হয়েছে । শিয়ালদা সেকশনে আজ বাতিল হয়েছে প্রায় 54 টি লোকাল ট্রেন । হাওড়া সেকশনে বাতিল হয়েছে প্রায় 25 টি লোকাল ট্রেন । মাস্ক না পড়লে যাত্রীদের থেকে 500 টাকা জরিমানা করা হচ্ছে ৷ এ ছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ হচ্ছে ৷ দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, দক্ষিণ-পূর্ব রেলের কোনও ট্রেন বাতিল হয়নি । তবে এ দিকে এই বিভাগে সংক্রমণের সংখ্যাও নেহাত কম নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.