ETV Bharat / state

সাতদিনে গায়েব 40 টি মুরগি, 100 টি পায়রা; মহেশতলায় উদ্ধার উদবিড়াল

author img

By

Published : Jun 7, 2021, 7:46 AM IST

Updated : Jun 7, 2021, 7:57 AM IST

মহেশতলায় উদ্ধার নাম না জানা প্রাণী
মহেশতলায় উদ্ধার নাম না জানা প্রাণী

ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে ৷ মহেশতলার চটকারবালা এলাকায় একের পর এক মুরগি , হাঁস , পায়রা গায়ের হতে থাকে ৷ প্রথমটায় স্থানীয়রা বুঝতে না পারলেও , পরে তাঁরা প্রাণীটির হদিশ পান ৷ তখনই তাঁরা কিভাবে প্রাণীটিকে খাঁচাবন্দী করা যাবে, সেনিয়ে বিভিন্নরকম পরীক্ষা-নিরীক্ষা করার পর অবশেষ গতকাল তাঁদের পাতা ফাঁদে ধরা দেয় প্রাণীটি ৷ সঙ্গে সঙ্গেই বন দফতরে খবর দেওয়া হয় ৷ বন বিভাগের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায় ৷

মহেশতলা , 7 জুন : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে সুন্দরবনের অধিকাকাংশ এলাকা প্লাবিত ৷ বন্য জীবজন্তু খাবারের সন্ধানে আশ্রয় নিয়েছে বিভিন্ন লোকালয়ে ৷ এই পরিস্থিতিতে সেখানকার লোকালয়ে আকচার দেখা মিলছে বিভিন্ন বন্যপ্রাণীর ৷ সেইরকমই দক্ষিণ 24 পরগনার কালিতলা আশুতি থানা এলাকায় দেখা মিলল বিড়াল প্রজাতির একটি প্রাণীর ৷ স্থানীয়দের সন্দেহ , প্রাণীটি উদবিড়াল হতে পারে ৷ বন বিভাগের কর্মীরাও তাতে সায় দিয়েছে ৷

ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে ৷ মহেশতলার চটকারবালায় একের পর এক মুরগি , হাঁস , পায়রা গায়ের হতে থাকে ৷ প্রথমটায় স্থানীয়রা বুঝতে না পারলেও , পরে তাঁরা প্রাণীটির হদিশ পান ৷ তখনই তাঁরা কীভাবে প্রাণীটিকে খাঁচাবন্দী করা যাবে, সেই নিয়ে বিভিন্নরকম পরীক্ষা-নিরীক্ষা করার পর অবশেষ গতকাল তাঁদের পাতা ফাঁদে ধরা দেয় প্রাণীটি ৷ সঙ্গে সঙ্গেই বন বিভাগে খবর দেওয়া হয় ৷ বন বিভাগের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান ৷

মহেশতলায় উদ্ধার উদবিড়াল

স্থানীয় বাসিন্দা শেখ জাহাঙ্গির জানান, প্রায় 40 টি মুরগি গায়েব ৷ পায়রা , হাঁস সবই গায়েব ৷ প্রথমটা বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে ফাঁদ পেতে ধরা হয় ৷ কিন্তু প্রাণীটির কী নাম , সেবিষয়ে কোনও ধারনা নেই ৷ তবে বন বিভাগের কর্মীরা বলছেন এটা নাকি উদবেড়াল ৷

আরও পড়ুন : অভিষেককে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন সুব্রত বক্সি

Last Updated :Jun 7, 2021, 7:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.