ETV Bharat / state

Kamduni Rape Case: কামদুনির রায়ে পুলিশের ব্যর্থতা দেখছে বিরোধীরা, তৃণমূল বলছে আদালতের রায়ে কারও হাত নেই

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 4:16 PM IST

Kamduni Rape Case: কামদুনির রায়ে পুলিশের ব্যর্থতা দেখছে রাজ্যের বিরোধী দলগুলি ৷ যদিও তৃণমূলের দাবি, আদালতের রায়ে কারও কোনও হাত নেই ৷

Kamduni Rape Case
কামদুনির রায়ে পুলিশের ব্যর্থতা দেখছে বিরোধীরা

কলকাতা, 6 অক্টোবর: কামদুনির ঘটনার 10 বছর পর আজ রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট । কিন্তু রায় ঘোষণার পর খুশি নয় নির্যাতিতার পরিবার । খুশি নন কামদুনির আন্দোলনকারীরা । তাঁরা এই ঘটনায় সরাসরি রাজ্য সরকারের দেওয়া আইনজীবীর বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন । বিরোধীরা এখানে পুলিশি ব্যর্থতা খুঁজে পেয়েছে ৷ যদিও শাসকদলের দাবি, আদালতের দায়ে কারও হাত নেই ৷

এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন । তিনি বলেন,

"আবারও প্রমাণিত হল পশ্চিমবঙ্গের নারীদের অবস্থা কী ! আজকের এই রায়ের পরে আরও মহিলাদের উপর নির্যাতন বাড়বে । কামদুনির মতো ঘটনা ঘটিয়ে যদি দুষ্কৃতীদের শাস্তি না হয়, তাহলে দুষ্কৃতীরা পার পেয়ে যাবে । এই রায়ের জন্য সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দায়ী । এটা পুলিশের ব্যর্থতা । রাজ্যের পুলিশ অপরাধীদের প্রকৃত সাজা দিতে ব্যর্থ ।"

একই সুর শোনা গিয়েছে অপর বিরোধী বিধায়ক তথা আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকীর গলায় । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছিলেন কামদুনির ঘটনার পর । এটাই কি তাহলে তাঁর কথামতো দৃষ্টান্তমূলক শাস্তি ! দীর্ঘকাল জেল খাটার পরে কেউ বেকসুর খালাস হচ্ছে । কেউ ফাইন দিতে না পারলে তাকে আরও তিন মাস জেলে থাকতে হবে । আমি জানতে পেরেছি,এই রায়ে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট নয় ।"

নওশাদ মনে করছেন,পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই আজ এই রায় হয়েছে । তাঁর কথায়,

"পুলিশ চাইলে দোষীদের বেকসুর খালাস করে দিতে পারে । আর নির্দোষদের জেলে পচাতে পারে । আমি 42 দিন জেলে ছিলাম, জেল থেকে বসে আমার এই অভিজ্ঞতাই হয়েছে । আজ কামদুনির অপরাধীদের সাজা না পাওয়া আসলে সরকারের ব্যর্থতার প্রমাণ ।"

যদিও বিরোধীদের এই অভিযোগ মানতে রাজি নয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এ ক্ষেত্রে রাজ্যের শাসকদলের বক্তব্য, আদালতের উপর সরাসরি কারও হাত নেই । আদালতের রায় হয় তথ্যপ্রমাণের ভিত্তিতে ।

আরও পড়ুন: কামদুনি-কাণ্ডে ফাঁসির দুই সাজাপ্রাপ্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কলকাতা হাইকোর্ট

এ দিন এই নিয়ে ধরনা মঞ্চ থেকেই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন, "এটা সম্পূর্ণভাবে আদালতের বিষয় । বহু ক্ষেত্রে দেখা যায়, ফাঁসির রায় থাকলে আদালতে পুনরায় আবেদন করলে তা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়ে যায় । এত বছর হয়ে যাওয়ার পর আদালত কখনও কখনও এই ধরনের সিদ্ধান্ত নেয় । ভয়ংকর অপরাধ । এ ধরনের অপরাধ যেই করুক না কেন সমর্থনযোগ্য নয় । আমরা প্রথম দিন থেকে দ্ব্যর্থহীন ভাষায় এই ঘটনার নিন্দা করছি । এ ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে আদালত। আদালতের রায়ের উপর দাঁড়িয়ে কোনও মন্তব্য করা যায় না । পুলিশ পুরোদস্তুর তদন্ত করেছে, সেই অনুযায়ী শাস্তি হয়েছে । বাকিটা অবশ্যই হাইকোর্টের বিষয় । তবে যারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের আমরা কোনওভাবেই সমর্থন করি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.