ETV Bharat / state

Ryde online cab service : ‘রাইড অনলাইন’ নামে কলকাতায় আরও এক অ্যাপ ক্যাব চালু

author img

By

Published : Aug 13, 2021, 12:18 PM IST

অ্যাপ ক্যাব চালু মদন মিত্রের হাত ধরে
অ্যাপ ক্যাব চালু মদন মিত্রের হাত ধরে

দীর্ঘদিন ধরেই যে দুটি বিদেশি সংস্থা (ola,uber) অ্যাপ ক্যাব পরিষেবা দিচ্ছে, তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে অসন্তোষ। অভিযোগ, যাত্রীদের থেকে ভাড়া হিসেবে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে ৷ তেমনই শোষণ করা হচ্ছে চালক ও গাড়ির মালিকদের। জ্বালানির খরচ, গাড়ির কর, চালকের বেতন সহ আরও অন্যান্য খরচ বহন করে অসম্ভব হয়ে পড়ছে অ্যাপ চালানো। তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ক্যাব মালিক সংগঠন মদন মিত্রের নেতৃত্বে শুরু করল 'রাইড অনলাইন' নামের নতুন অ্যাপ ক্যাব পরিষেবা। এই পরিষেবা আপাতত কলকাতা শহরের জন্য ৷

কলকাতা, 13 অগস্ট : গতকাল থেকে কলকাতায় শুরু হল 'রাইড অনলাইন' নামে নতুন অ্যাপ ক্যাব। নতুন এই অ্যাপ ক্যাবের উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিন ধরেই যে দু‘টি বিদেশি সংস্থা (ola,uber) অ্যাপ ক্যাব পরিষেবা দিচ্ছে তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে অসন্তোষ। অভিযোগ, যাত্রীদের থেকে ভাড়া হিসেবে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে ৷ তেমনই শোষণ করা হচ্ছে চালক ও গাড়ির মালিকদের।

করোনা পরিস্থিতিতে সংস্থাগুলি যেমন নিজেদের লভ্যাংশ বাড়িয়েছে, তেমনই কমিয়েছে চালকদের কমিশন। ভাড়ার 25 শতাংশই কমিশন হিসেবে কেটে নেওয়া হয়।

জ্বালানির খরচ, গাড়ির কর, চালকের বেতন সহ আরও অন্যান্য খরচ বহন করে অসম্ভব হয়ে পড়ছে অ্যাপ চালানো। তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ক্যাব মালিক সংগঠন মদন মিত্রের নেতৃত্বে শুরু করল এই নতুন পরিষেবা।

1000 টি গাড়ি দিয়ে গতকাল থেকে শুরু হল রাইডের পরিষেবা
1000 টি গাড়ি দিয়ে গতকাল থেকে শুরু হল রাইডের পরিষেবা

1000টি গাড়ি দিয়ে গতকাল থেকে শুরু হল রাইডের পরিষেবা। বর্তমানে কলকাতা শহরেই মিলবে এই পরিষেবা। সময়সীমা সকাল 8 টা থেকে রাত 8 টা পর্যন্ত ৷ তবে পুজোর ঠিক আগে থেকে রাজ্যের অন্যত্রও পৌঁছে যাবে রাইডের পরিষেবা।

আরও পড়ুন : Kolkata Police Museum: করোনা আবহে দর্শকশূন্য কলকাতা পুলিশের সংগ্রহশালা

নতুন এই অ্যাপ ক্যাব পরিষেবায় থাকছে না সার্জ চার্জ ৷ তাই যাত্রীদের গুনতে হবে না বাড়তি ভাড়া।

এই বিষয়ে মদন মিত্র বলেন, "মাত্র 10 শতাংশ কমিশন নেওয়া হবে চালকদের থেকে। যেহেতু কোনও সার্জ চার্জ নেই, তাই ভাড়াও থাকবে অপরিবর্তিত। এই অ্যাপটিতে কোনও কারচুপি নেই। সবটাই স্বচ্ছ। অন্যান্য অ্যাপ ক্যাবে যেমন চালকদের পছন্দ মতো জায়গা না হলে চালক ট্রিপ বাতিল করে দিতে পারেন, আর সেক্ষেত্রে ক্যানসেলেশনের টাকাও দিতে হয় যাত্রীদের ৷ এখানে সেই রকম কোনও ব্যাপার নেই ৷ যাত্রীদের এই পরিষেবার মাধ্যমে হেনস্থা হতে হবে না।"

ক্যাব মালিক সংগঠন মদন মিত্রের নেতৃত্বে শুরু করল রাইড অনলাইন ক্যাব পরিষেবা

মহিলাদের সুরক্ষার বিষয়ে মদনবাবু বলেন, "এখানে মহিলাদের সুরক্ষার কথাও মাথায় রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 16 জন মহিলা চালক এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন।"

দুইভাবে বুকিং করা যাবে। একটি উপায় হল প্লে-স্টোরে গিয়ে রাইড অ্যাপটি নিজের ফোনে ডাউনলোড করে সেই অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। কিংবা 24 ঘণ্টার হেল্পলাইন নম্বর (9836 111 222) ফোন করে বুক করতে হবে। সেক্ষেত্রে জানাতে হবে যাত্রী কোথায় যেতে চান।

আরও পড়ুন : Sitaram Yechury: বিজেমূল নিয়ে তোপ সীতারামের, অবসরের বয়সসীমা সিপিএমে

তাকে আনুমানিক ভাড়া বা এস্টিমেটেড ফেয়ার জানানো হবে। এরপর তিনি বুক করলে তাঁর কাছে পৌঁছে যাবে গাড়ি। ক্যাবে উঠলেই 35 টাকা দিতে হবে এবং প্রতি কিলোমিটারে খরচ পড়বে 15 টাকা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.