অর্জুনকে দেখে 'গো-ব্যাক', পালটা মেজাজ হারালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 12:04 PM IST

thumbnail
অর্জুন সিং (নিজস্ব ভিডিয়ো)

পঞ্চমদফায় ভোটগ্রহণ চলছে রাজ্যের সাতটি আসনে ৷ পঞ্চম দফায় সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ৷ বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ায় বাবু ব্লক এলাকার তিন নম্বর বুথে বুথ জ্যাম করার অভিযোগ ওঠে ৷ ঘটনাস্থলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছলে তাঁকে লক্ষ্য করে 'অর্জুন সিং মুর্দাবাদ' এবং 'গো ব্যাক স্লোগান' ওঠে ৷ এরপরই মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা যায় অর্জুন সিংকে ৷ এরপরই তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী এবং তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ পুলিশের সামনেই কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা ৷ উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ পুলিশের সামনেও ক্ষোভ উগড়ে দেন অর্জুন সিং ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.